খোকন হাওলাদার,বরিশাল থেকেঃ
২০১৮ সালের ডিসেম্বরের জাতীয় নির্বাচনে জনগণের কাছে নৌকা মার্কায় ভোট চাইলেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা।
বৃহস্পতিবার বিকালে বরিশাল মহানগরীর বঙ্গবন্ধু উদ্যানে বিশাল জনসভায় ভোট চান তিনি। এসময় তিনি নৌকায় ভোট দেবার জন্য জনগণের কাছে ওয়াদা নেন। এছাড়া জনসভায় শেখ হাসিনা বলেন, ‘২০২১ সালের মধ্যে দেশের শতভাগ মানুষ বিদ্যুৎ পাবে।’ বরিশালে গ্যাস আসার প্রসঙ্গে তিনি বলেন, ‘ভোলায় গ্যাস ক্ষেত্র আবিষ্কার হয়েছে। সেখান থেকে বরিশালে দ্রুতই গ্যাস লাইন দেয়া হবে।’
তিনি বক্তৃতায় অভিভাবকদের উদ্দেশ্য বলেন, ‘জঙ্গিবাদ, সন্ত্রাস ও মাদকের হাত থেকে সন্তানদের রক্ষা করুন।’
নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, ২০১৮ সালের ডিসেম্বরে নির্বাচন হবে। সেই নির্বাচনে নৌকায় ভোট দিয়ে আওয়ামী লীগকে জয়যুক্ত করার আহ্বান করেন তিনি। আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে দেশের উন্নয়ন হয়। আপনাদের কাছে আমি ওয়াদা চায়, আগামীতে আওয়ামী লীগকে ভোট দিবেন।’খালেদা জিয়ার কারাদণ্ড প্রসঙ্গে শেখ হাসিনা বলেন, ‘লজ্জা থাকলে খালেদা জিয়া আর কখনও দুর্নীতি করবে না।’
জনগণের কাছে ওয়াদা নিয়ে এবং দোয়া চেয়ে আওয়ামী লীগ সভানেত্রী জনসভার ভাষণ সমাপ্ত করেন।