২০শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার, ৬ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ, ১৯শে রমজান, ১৪৪৬ হিজরি

শিরোনামঃ-
  • হোম
  • সকল সংবাদ
  • বরিশাল সিটি মেয়রের কাছে যে বার্তা দিতে বললেন জেলা ও দায়রা জজ




বরিশাল সিটি মেয়রের কাছে যে বার্তা দিতে বললেন জেলা ও দায়রা জজ

মোহাম্মদ ইমন মিয়া, বাঙ্গরা,কুমিল্লা করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : নভেম্বর ৩০ ২০১৮, ১৬:৪১ | 687 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

খোকন হাওলাদা, বরিশালঃ

বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ’র কাছে বিশেষ কিছু বার্তা পৌছে দেয়ার অনুরোধ করলেন বরিশাল জেলা ও দায়রা জজ মোঃ রফিকুল ইসলাম।

তিনি বলেন, সামান্য বৃষ্টি হলে আদালত পাড়ায় জলাবদ্ধতার সৃষ্টি হয়। তাছাড়া আদালত পাড়ার ড্রেনগুলোতে সারা বছরই পানি জমে থাকে যার ফলে দুর্গন্ধে আদালত পাড়ায় থাকা যায় না। সারা বছর পানি জমে থাকার কারন হিসেবে তিনি বলেন, আদালতের আসপাশের ড্রেনগুলো উচু হয়ে যাওয়ার কারনে আদালতের ড্রেনগুলোর পানি নামতে পারেনা। তাই ড্রেনের পানি পচে গন্ধ আসে। আদালত পাড়ার জলাবদ্ধতা নিরসনের জন্য মেয়র মহোদয় বিশেষ কোন উদ্যোগ নিবেন বলেও আশা প্রকাশ করেন তিনি।

তিনি আরও বলেন, মেয়র মহোদয়ের কাছে আপনারা আরও একটি বার্তা পাঠিয়ে দিবেন, নতুন যেসকল ভবন তৈরি অনুমতি দেয়া হবে সেসকল ভবন তৈরি করার পূর্বে যেন ড্রেনেজের দিকে খেয়াল রাখা হয়। নগরীর ড্রেনগুলো ঠিক না থাকলে নগরী থেকে জলাবদ্ধতা দূর হবেনা।

গত বৃহস্পতিবার (২৯ নভেম্বর) বিকেল সাড়ে ৩ টায় বরিশাল জেলা জজ আদালত ভবনের দ্বিতীয় তলায় সম্মেলন কক্ষে অনুষ্ঠিত ‘উন্নয়নের অগ্রযাত্রায় সরকারি আইনি সেবায় সাফল্য-প্রচার ও প্রসারে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার ভূমিকা’ বিষয়ক কর্মশালায় উপস্থিত সাবাদিকদের কাছে তিনি এ অনুরোধ জানান।

এসময় উপস্থিত ছিলেন, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালের বিচারক আবু শামীম আহম্মেদ, চীপ মেট্রোপলিটন মেজিস্ট্রেট মোঃ কবির উদ্দিন, অতিরিক্ত চীপ জুডিসিয়াল মেজিস্ট্রেট আমিনুল ইসলাম, জেলা লিগ্যাল এইড অফিসার সিনিয়র সহকারী জজ নাজমুল হোসেন চৌধুরী, বরিশাল অতিরিক্ত জেলা মেজিস্ট্রেট মোঃ নুরুজ্জামান, পুলিশ সুপার এর প্রতিনিধি এডিশনাল পুলিশ সুপার মোঃ আবদুর রকিব, বরিশাল জেলা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর এ্যাড. গিয়াস উদ্দিন, বিভাগীয় তথ্য অফিসের উপ-পরিচালক আমিরুল আজম, শহীদ আবদুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক আজকের বার্তার সম্পাদক কাজী নাসির উদ্দিন বাবুল, বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনারের প্রতিনিধি মোঃ মতিউর আহম্মেদসহ বরিশালে কর্মরত প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার সাংবাদিকরা।

এসময় বরিশাল জেলা ও দায়রা জজ মোঃ রফিকুল ইসলাম আরও বলেন, সাংবাদিকরা বাংলাদেশের প্রান। সাংবাদিকদের সঠিক প্রচারণার মাধ্যমে দেশের অনেক উন্নয়ন সাধন করা সম্ভব। বিশেষ করে বরিশালের সাংবাদিকরা অনেক আন্তরিকতার সাথে কাজ করেন। বরিশালের সাংবাদিকরা যেভাবে সঠিক সংবাদ প্রকাশ করেন তাতে বিচারিক কাজে অনেক সুবিধা হয়।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET