
আজিম উল্যাহ হানিফ:
গতকাল বুধবার সকালে কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ বাঁধন ইউনিটের উদ্যোগে ঈদপূর্ণমিলনী অনুষ্ঠিত হয়। বাঁধনের সভাপতি আবু খালেদ রাসেলের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঁধনের সিভিসির উপদেষ্টা ও ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর আবু বকর ছিদ্দিক। অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক জোবাইয়দা নূও, সহকারী অধ্যাপক মো: আবদুল কাদের। এসময় উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক জিএস মান্নান, সহ সভাপতি গোলাম সারোয়ার, দপ্তর সম্পাদক জাহিদ হাসান, প্রচার সম্পাদক গিয়াস উদ্দিন, তথ্য ও শিক্ষা সম্পাদক নাজমুল হাসান, সদস্যদের মধ্যে রাসেল সরকার, রাজিব হায়দার, মো: রমজান, ফারুক আহমেদ, মো: হেলাল উদ্দিন, আছমা আক্তার, তাজকিয়া সুলতানা, আকমত হোসেন, সাবরিন হোসেন অন্যান্যা, লুবনা ইসলাম, রাবেয়া আক্তার, নাসরিন সুলতানা, মুমু আহমেদ, নুসরাত জাহান, আজিম উল্যাহ হানিফ প্রমুখ।