
নজরুল ইসলাম চৌধুরীঃ
গত ৬ এপ্রিল মধ্যরাতে ছাগলনাইয়া উপজেলার ১০ নং ঘোপাল ইউনিয়নের ১ নং ওয়ার্ড সিংহ নগর মুহুরী বাড়ীতে ভয়াবহ অগ্নিকান্ডে ১৫ টি পরিবারের বসতঘর পুড়ে ছাই হয়। ক্ষতিগ্রস্ত পরিবার গুলোর সাথে কৌশল বিনিময় ও ১৩ বান টিন এবং ১০ বস্তা চাল বিতরণ করতে শুক্রবার (২৬ এপ্রিল) সকাল ১১ টায় সিংহনগর মুহুরী বাড়ীতে যান ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সভাপতি রফিকুল আলম মজনু। এসময় তিনি বলেন, এ এলাকা খালেদা জিয়ার জন্ম ভূমি। খালেদা জিয়ার জনপ্রিয়তায় ঈশ্বান্বিত হয়ে আ’লীগ সরকার তাকে একটি মিথ্যা মামলায় আটক রেখেছে। আমি খালেদা জিয়ার একজন নগন্য প্রতিনিধি হিসেবে আপনাদের সেবায় এসেছি। আমার জীবনের বিনিময় হলেও আমি আপনাদের সেবা করার চেষ্টা করব। এ ভয়াবহ অগ্নিকান্ডের খবরটি আমরা তারেক জিয়াকে জানালে তিনি আমাদের বলেছেন, প্রথমে তাদের পাশে দাড়াও। তাই আমরা আজ আপনাদের নিকট এসেছি। রফিকুল আলম মজনু আরো বলেন, বর্তমান সরকার বিএনপিকে দমিয়ে রাখতে পারবেনা। তারা জনগণের আস্থা অর্জন করতে পারেনি। তারা বাংলাদেশের গঠনতন্ত্রকে একটি বাক্সের ভেতর ঢুকিয়ে রেখেছে। মজনু বলেন, আমরা ক্ষমতার পূজারি নই। আমরা জনগণের পাশে থেকে তাদের সুখের ও দুঃখে ভাগিদার হতে চাই।
এসময় অন্যন্যদের মাঝে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় বিএনপির সদস্য আবদুল্লাহ চৌধুরী, ছাগলনাইয়া উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান নূর আহম্মদ মজুমদার, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক পৌর মেয়র মোঃ আলমগীর বিএ, সাংগঠনিক সম্পাদক কফিল সরকার, পৌর বিএনপির সভাপতি ইউছুফ মজুমদার সহ বিএনপি ও অঙ্গসংগঠনের কয়েকশ নেতাকর্মী উপস্থিত ছিলেন।
Please follow and like us: