
আশুলিয়া থেকে আবুল কাশেম :—– দেশরতœ ’শেখ হাসিনার নেতৃত্বে উন্নয়নের মহাসড়কে এগিয়ে চলছে দুর্বার, এখন সময় বাংলাদেশের মাথা উঁচু করে দাঁড়াবার’ এই শ্লোগানে ২২ ও ২৩ অক্টোবর অনুষ্ঠিত হচ্ছে ইতিহাস ঐতিহ্য ও উন্নয়নের ধারক বাংলাদেশ আওয়ামী লীগ ২০তম জাতীয় সম্মেলন-২০১৬।
২২ই অক্টোবর ২০১৬ রোজ শনিবার সকাল প্রায় ৯ ঘটিকায় আশুলিয়া ইউনিয়নের টঙ্গাবাড়ির মাদবরবাড়ি বাসষ্ট্যান্ড এলাকা থেকে জাতীয় শ্রমিক লীগের আশুলিয়া আঞ্চলিক শাখা সাভার ও জাতীয় শ্রমিক লীগের আশুলিয়া থানা কমিটির উদ্দ্যোগে বাংলাদেশ আওয়ামী লীগ ২০তম জাতীয় সম্মেলন-২০১৬ সফল হওয়ার উদ্দেশ্যে ঐতিহাসিক সোহ্রাওয়ার্দী উদ্যানে যাত্রা করেন।
যাত্রাকালে জাতীয় শ্রমিক লীগের আশুলিয়া আঞ্চলিক শাখা সাভার এর সভাপতি শ্রমজীবি মানুষের নেতা মোঃ ফারুক মাদবরসহ আরো ছিলেন, জাতীয় শ্রমিক লীগ আশুলিয়া আঞ্চলিক শাখা সাভার এ সহ-সভাপতি মোঃ জসীম মাদবর, জাতীয় শ্রমিক লীগ আশুলিয়া আঞ্চলিক শাখা সাভার এ সহ-সভাপতি মোঃ সুমন আহম্মেদ, জাতীয় শ্রমিক লীগ আশুলিয়া আঞ্চলিক শাখা সাভার সাংগঠনিক সম্পাদক মোঃ কছিম উদ্দিন শেখ, জাতীয় শ্রমিক লীগের আশুলিয়া থানা কমিটির সাধারণ সম্পাদক মোঃ আসাদুজ্জামান আসাদ ও জাতীয় শ্রমিক লীগের আশুলিয়া থানার কমিটির সাংগঠনিক সম্পাদক সানোয়ার হোসেন (সানু) সহ অন্যান্য নেতাবৃন্দরা।