শহিদুল ইসলাম, মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি :
বাংলাদেশ স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশের মর্যাদা লাভ করায় গোপালগঞ্জের মুকসুদপুরে আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। বুধবার উপজেলা পরিষদ ও প্রশাসন এ সব কর্মসূচির আয়োজন করে। উপজেলা পরিষদ থেকে আনন্দ শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে পরিষদের সামনে এসে শেষ হয়। এসময় আনন্দ শোভাযাত্রায় উপস্থিত ছিলেন, মুকসুদপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান আশরাফুল আলম শিমুল, উপজেলা নির্বাহী অফিসার মোসা: তাসলিমা আলী, সহকারী কমিশনার(ভুমি) আকতার হোসেন শাহীন, মুকসুদপুর থানার ওসি মোস্তফা কামাল পাশা, উপজেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাডভোকেট আতিকুর রহমান মিয়া, সাধারন সম্পাদক রবিউল আলম সিকদারসহ আরো অনেকে।