
সৈয়দ মুন্তাছির রিমন:
গত ১৫ মে সকাল ১১টায় মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাব কার্যালয়ে বাংলাদেশ এ আই টেকনেশিয়ান কল্যান সমিতির মতবিনিময় সভা অনুস্টিত হয়েছে। চাকরি আছে, বেতন নাই ও আগামী ২১ মে প্রধানমন্ত্রীর কার্যালয়ে পদযাত্রা ও স্বারকলিপি এবং ঢাকা প্রাণি সম্পদ অধিদপ্তর ঘেরাও কর্মসুচির অংশ হিসাবে এ মত বিনিময় সভা অনুস্টিত হয়। বাংলাদেশ এ আই টেকনেশিয়ান কল্যান সমিতির মৌলভীবাজার জেলা সভাপতি মো: আব্দুল অদুদ এওর সভাপতিত্বে ও মো: আব্দুল বাছিত এর পরিচালনায় অনুস্টিত সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন- বাংলাদেশ এ আই টেকনেশিয়ান কল্যান সমিতির বৃহত্তর সিলেট সভাপতি সৈয়দ মোজাম্মেল হোসেন। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন- বাংলাদেশ এ আই টেকনেশিয়ান কল্যান সমিতির বৃহত্তর সিলেট সাধারন সম্পাদক রুবান উদ্দিন,সাংগঠনিক সম্পাদক ইকবাল খান, মৌলভীবাজার জেলা সহ-সভাপতি মো: সফিকুর রহমান। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন- বাংলাদেশ এ আই টেকনেশিয়ান কল্যান সমিতির সহ- সাধারন সম্পাদক প্রদিপ রঞ্জন দাশ, মৌলভীবাজার জেলা সাংগঠনিক সম্পাদক রঞ্জন রজক,কোষাধ্যক্ষ মঈনুল ইসলাম, নির্বাহী সদস্য আ:ওয়াহিদ. আব্দুল কাইযুম, দস্তগীর ফারুক, নিত্যলাল দেব ও হাফেজ গোলাম মোস্তফা প্রমুখ। বক্তারা বলেন- প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভিশন-২০২১কে বাস্তবায়ন করতে হলে প্রাণি সম্পদের প্রয়োজন, আর এই প্রাণি সম্পদকে টিকে রাখতে হলে কৃত্রিম প্রজনণ দরকার। তাই সরকার বাংলাদেশ এ আই টেকনেশিয়ানদের মৃল্যায়ন করতে হবে এবং সরকারীকরন করতে হবে।