বাংলাদেশ ভূঁইয়া সোসাইটি(বিবিএস) এর চৌদ্দগ্রাম উপজেলা শাখার আংশিক কমিটি গঠন করা হয়েছে। সংগঠনের কেন্দ্রীয় প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ফারুক হোসেন রাজডা ভূঁইয়ার সম্মতিক্রমে শুক্রবার রাতে কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাধারণ সম্পাদক আলহাজ¦ মিজানুর রহমান কালু ভূঁইয়া ও দপ্তর সম্পাদক মাহমুদুল হাছান ভূঁইয়া শামীম স্বাক্ষরিত পত্রের মাধ্যমে এ কমিটি ঘোষণা করা হয়।
কমিটির চৌদ্দগ্রাম উপজেলা শাখার দায়িত্বপ্রাপ্তরা হলেন; সভাপতি স্কাইল্যাব হসপিটালের ব্যবস্থাপনা পরিচালক মোঃ সারোয়ার হোসেন ভূঁইয়া, সিনিয়র সহ-সভাপতি ব্যবসায়ী তৌহিদ উল্লাহ ভূঁইয়া, সাধারণ সম্পাদক সিএইচসিপি আবুল কালাম ভূঁইয়া, যুগ্ম সাধারণ সম্পাদক ব্যবসায়ী মোঃ ইউসুফ ভূঁইয়া, সাংগঠনিক সম্পাদক সিএইচসিপি মীর হোসেন ভূঁইয়া, প্রচার ও প্রকাশনা সম্পাদক ব্যবসায়ী মোঃ আলম ভূঁইয়া, দপ্তর সম্পাদক আবদুল মতিন রাশেদ ভূঁইয়া। বাংলাদেশ ভূঁইয়া সোসাইটি(বিবিএস) একটি অরাজনৈতিক জনকল্যাণে অঙ্গিকারবদ্ধ একটি প্রগতিশীল সমাজসেবামূলক সংগঠন হিসেবে দেশ ও বিদেশে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন নেতৃবৃন্দ। এদিকে বিবিএসের নতুন কমিটি অনুমোদন দেয়ায় সংগঠনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ফারুক হোসেন রাজডা ভূঁইয়া, সাধারণ সম্পাদক আলহাজ¦ মিজানুর রহমান কালু ভূঁইয়া ও দপ্তর সম্পাদক মাহমুদুল হাছান ভূঁইয়া শামীমসহ কেন্দ্রীয় সকল নেতৃবৃন্দকে ধন্যবাদ ও অভিনন্দন জানিয়েছেন চৌদ্দগ্রাম উপজেলা কমিটির নেতৃবৃন্দ।