বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদ বাগেরহাট জেলার আহবায়ক কমিটি ঘোষণা করেছে বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক রানা দাস গুপ্ত। এডভোকেট সমরেন্দ্র নাথ দত্তকে আহবায়ক এবং প্রদীপ বসু সন্তুকে সদস্য সচিব করে ২১ সদস্য বিশিষ্ট এই কমিটি ঘোষণা করেন তিনি। সোমবার ( ৬ই মে ) রানা দাস গুপ্ত স্বাক্ষরিত জেলার সদস্য সচিবের নিকট প্রেরিত পত্রে এ তথ্য জানা গেছে।
বিবৃতিতে তিনি আরো জানান, দু’দশক আগে শিব প্রসাদ ঘোষকে সভাপতি এবং এডভোকেট মিলন ব্যানার্জিকে সাধারণ সম্পাদক করে বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদের বাগেরহাট জেলা কমিটি ঘোষণা করা হয়। কিন্তু বিগত বছরগুলোতে ওই কমিটির কোন কার্যকর সাংগঠনিক ভূমিকা না থাকায় সংগঠনের গঠনতন্ত্রের ১৩ ধারা অনুবলে এই কমিটি ঘোষণা করা হলো।
সংগঠনে আরো যারা রয়েছেন, যুগ্ম আহবায়ক এডভোকেট সম্বর কৃষ্ণ মন্ডল, মিলন কুমার ব্যানার্জি, বাবুল সরদার, মোহন লাল হালদার, লিটন সরকার, সদস্য হিসেবে রয়েছেন, পরিজাত পাল, অবিনাশ চক্রবর্তী, তাপস কুমার সাহা, কমলেশ মৃধা (কচুয়া), রতন কুমার দাস, স্বপন কুমার বসু, আশীষ কুমার সাহা, এডভোকেট রতন কুমার সাহা (মোড়েলগঞ্জ), মুরারী মোহন পাল (ফকিরহাট), পীযূষ হালদার (মোংলা), প্রাণেশ সরকার (মোংলা), কালিপদ বিশ্বাস (মোল্লাহাট) জগদীশ বাড়ই এবং রবীন্দ্রনাথ পাল (রামপাল)।