
আগামী ১৯ মার্চ ছাগলনাইয়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ আ’লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এমপি। ওবায়দুল কাদের এমপির জনসভাকে সুন্দর ও স্বার্থক করার লক্ষ্যে শনিবার (২৫ ফেব্রুয়ারি) বিকেলে ছাগলনাইয়া উপজেলা আওয়ামীলীগ, অঙ্গ ও সকল সহযোগি সংগঠনের নেতাকর্মীদের সাথে মতবিনিময় করেন ফেনী-২ আসনের সাংসদ ও ফেনী জেলা আওয়ালীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন হাজারী এমপি। এসময় প্রধান অতিথির বক্তব্যে নিজাম হাজারী এমপি বলেন, বিএনপি জামায়াত হরতালের নামে পেট্রোল বোমা ও আগুন সন্ত্রাস করে দেশের নিরীহ মানুষকে হত্যা করেছে। বাংলার মাটিতে আর হরতাল হবেনা উল্লেখ্য করে তিনি বলেন, বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ পরিচালিত হলে বাংলার মাটিতে আর হরতাল হবেনা। কেউ সন্ত্রাসী কার্যকলাপে লিপ্ত হলে আইনশৃঙ্খলা বাহিনী তাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করবে। নিজাম হাজারী এমপি বলেন, শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এখন উন্নত বিশ্বের কাতারে উন্নিত হচ্ছে। উন্নয়নের এ ধারা অব্যহত রাখতে শেখ হাসিনা সরকারের পাশে থাকতে সকলকে আহবান জানান তিনি। ১৯ মার্চ ছাগলনাইয়ায় ওবায়দুল কাদের এমপির জনসভায় লক্ষাধিক মানুষ উপস্থিত থাকবে উল্লেখ্য করে তিনি বলেন, ওবায়দুল কাদের বাংলাদেশ আ’লীগের তৃতীয় মেয়াদে সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ার পর ফেনী জেলার ছাগলনাইয়া উপজেলায় জনসভায় উপস্থিত থাকার ইচ্ছে পোষণ করাটা ছাগলনাইয়াবাসীর জন্য সৌভাগ্যের বিষয়। তিনি বলেন, ওবায়দুল কাদের ছাগলনাইয়ার সার্বিক উন্নয়নে এবার ৭’শ কোটি টাকার উন্নয়ন বরাদ্দ দিয়েছেন। ছাগলনাইয়া-ফেনী রুট ফোর লেনে উন্নিত হওয়া, শুভপুর ব্রীজের নির্মাণ কাজসহ এ উপজেলার সার্বিক উন্নয়ন অগ্রগতিতে ওবায়দুল কাদেরের অগ্রণী ভূমি রয়েছে উল্লেখ্য করে নিজাম হাজারী বলেন, ওবায়দুল কাদেরের জনসভায় উন্নয়নের স্বার্থে দলমত ভূলে সর্বস্তরের মানুষ উপস্থিত থাকা প্রয়োজন। উপজেলা আ’লীগ কার্যলয়ে অনুষ্ঠিত মতবিনিময় সভায় ছাগলনাইয়া উপজেলা আ’লীগের সভাপতি নিজাম উদ্দিন মজুমদারের সভাপতিত্বে ও উপজেলা পরিষদের চেয়ারম্যান এবং উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক মেজবাউল হায়দার চৌধুরী সোহেলের সঞ্চালনায় শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন,
ফেনী জেলা আ’লীগের নির্বাহী সদস্য মিজানুর রহমান মজুমদার, উপজেলা আ’লীগের সিনিয়র সহ সভাপতি গিয়াস উদ্দিন আহমেদ বুলবুল, সহ সভাপতি এড. আনোয়ারুল ইসলাম ফারুক, ছাগলনাইয়া পৌর মেয়র ও পৌর আ’লীগের সভাপতি এম মোস্তফা, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক কাজী ওমর ফারুক, পাঠাননগর ইউপি চেয়ারম্যান রফিকুল হায়দার চৌধুরী জুয়েল, মহামায়া ইউপি চেয়ারম্যান শাহজাহান মিনু, রাধানগর ইউপি চেয়ারম্যান মোশারফ হোসেন মজুমদার, ঘোপাল ইউপি চেয়ারম্যান মোহাম্মদ সেলিম, উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক আবদুল হাই ভূঁইয়া, ঘোপাল ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক আজিজুল হক মানিক, শুভ ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক কামাল উদ্দিন। এসময় উপজেলা আ’লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মী বৃন্দ উপস্থিত ছিলেন।