
স্টাফ রিপোর্টারঃ- নয়া আলো ডটকম এর প্রধান সম্পাদক খোরশেদ আলম চৌধুরী ‘বাংলা নববর্ষ-১৪২৫’ উপলক্ষে সকলের জীবনে সুখ ও সমৃদ্ধি কামনা করে এক বাণীতে বলেছেন, ‘আজ পহেলা বৈশাখ, ১৪২৫। শুভ নববর্ষ। বাংলা নববর্ষের এই আনন্দঘন দিনে আমি পত্রিকার সখল পাঠক, সংবাদদাতাসহ দেশবাসীকে অভিনন্দন ও শুভেচ্ছা জানাই।’
তিনি বলেন, বাংলা নববর্ষ চিরায়ত বাংলার ঐতিহ্যে লালিত এক অনন্য দিন। এ দিনটি বাঙালি জীবনকে প্রবলভাবে আপ্লুত করে এবং পুরাতনকে পেছনে ফেলে সামনে চলার অফুরনত্দ অনুপ্রেরণা যোগায়। পয়লা বৈশাখ আমাদের আবহমান ঐতিহ্যের লালন এবং আত্মোপলব্ধির এক অনুপম দিন।
তিনি আরও বলেন, আমাদের শিল্প, সাহিত্য, সংস্কৃতি, কৃষি, ব্যবসা, পার্বণসহ পারিবারিক ও সামাজিক জীবনে বাংলা সনের ব্যবহার ওতপ্রোতভাবে জড়িত। বাঙালি জীবনে বাংলা নববর্ষের আবেদন তাই সর্বজনীন।
তিনি অতীতের সব বিভেদ ভুলে বাংলা নববর্ষ জাতীয় জীবনের সর্বক্ষেত্রে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার জন্য আহ্বান জানান।
খোরশেদ আলম চৌধুরী, বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুরের উদ্ধৃতি দিয়ে বলেন_
”হে নূতন, এসো তুমি সম্পূর্ণ গগন পূর্ণ করি/ পুঞ্জ পুঞ্জ রূপে-”
বাংলা নববর্ষ সবার জন্য শুভ ও কল্যাণকর হোক।