
জিয়াউর রহমান মানিক,লালমনিরহাট জেলা প্রতিনিধিঃ পাটগ্রাম উপজেলায় আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে বাউরা জমগ্রাম এলাকার মৃত জবেদ আলী সরকারের তৃতীয় সন্তান ১নং ওয়ার্ডে ইউপি সদস্য পদপ্রার্থী দলিল লেখক মো. রহিদুল ইসলাম সরকার(৩২) ্একটি মাইক্রোসহ প্রায় অর্ধশত মোটর সাইকেল নিয়ে এলাকায় নির্বাচনী আচরন বিধি লংঘন করে শো-ডাউন দিলে এলাকার সাধারণ ভোটার এর মাঝে ভীতি সৃষ্টি হয়। এছাড়াও শো-ডাউনটি স্থানীয় বাউরা বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে প্রার্থী উপজেলা নির্বাচন অফিসে এসে মনোনয়নপত্র দাখিল করেন। একটি সুত্র জানায় সাধারন সদস্য প্রার্থী হয়েই একদিনেই প্রায় ৫০হাজার টাকা ব্যয় করলে নির্বাচনী আইনের বাস্তবতা কি থাকলো। বিষয়টি নিয়ে এলাকায় সমালোচনার ঝড় বইছে। এঘটনায় নাম প্রকাশে অনিচ্ছুক এক ভোটার মন্তব্য করতে গিয়ে বলেন, ভোটের আগতে যেমন দেখোছো ভোটের সময় কি যে হয়, এমরাতো পাইসা দিয়ে মাইনসে কিনবে। তবে এলাকার সচেতন ভোটাররা বিষয়টিকে গুরুত্ব দিয়ে সুষ্ট নিরপেক্ষ নির্বাচনের লক্ষে উক্ত প্রার্থীর মনোনয়নপত্র বাতিলের দাবি জানান। এঘটনায় উপজেলা নির্বাচন অফিসার (অতিরিক্তি দায়িত্ব)আফতাবুজ্জামান এর সাথে যোগাযোগ করার চেষ্ঠা করা হলে নির্বাচনী কাজে ব্যস্ত থাকায় যোগাযোগ করা সম্ভব হয়নি।