নয়া আলো ডেস্কঃ- যশোরের শার্শা উপজেলায় স্কুলে যাওয়ার পথে ট্রাকচাপায় দুই বোন নিহত হয়েছে। এ সময় আহত হয়েছেন আরও একজন।
শনিবার সকালে উপজেলার বাগআঁচড়া বাজারে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হচ্ছে- বাগআচড়া বালিকা বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণির শিক্ষার্থী রোজা (১১) ও জেরিন (১০)। রোজা আলমগীর হোসেনের মেয়ে। জেরিন ইব্রাহিম হোসেনের মেয়ে। তারা আপন ফুপাতো ও মামাতো বোন। নিহতদের বাড়ি বাগআচড়া ইউনিয়নের বাইড়ী গ্রামে।
বাঁগআচড়া পুলিশ ফাঁড়ির ওসি হুমায়ন কবীর জানান, বাঁগআচড়া কলেজের প্রভাষক আলমগীর কবীর তার মেয়ে ও ভাগনিকে নিয়ে সকাল ৮টায় মোটরসাইকেলে করে স্কুলে দেওয়ার উদ্দেশে বাড়ি থেকে বের হন।
পরে বাঁগআচড়া বাজারে পৌঁছালে নাভরণ থেকে ছেড়ে আসা একটি বালিভর্তি ট্রাক তাদের মোটরসাইকেলকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই ওই দুই শিক্ষার্থীর মৃত্যু হয়। প্রভাষক আলমকে উদ্ধার করে স্থানীয় একটি ক্লিনিকে ভর্তি করা হয়েছে। তার অবস্থাও আশঙ্কাজনক বলে জানান ওসি।