১১ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ, শুক্রবার, ২৭শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ, ১৫ই মহর্‌রম, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-
  • হোম
  • অপরাধ দূনীর্তি
  • বাগমারায় পুলিশের হাত থেকে হত্যাকারী ছিনিয়ে হত্যা মামলার আসামী গোলাম প্রামাণিক গ্রেফতার




বাগমারায় পুলিশের হাত থেকে হত্যাকারী ছিনিয়ে হত্যা মামলার আসামী গোলাম প্রামাণিক গ্রেফতার

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী, করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : জুন ২০ ২০২৫, ২২:৪৯ | 624 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

রাজশাহীর বাগমারায় পুলিশের হাত থেকে হত্যাকারী আসামী ছিনিয়ে হত্যা মামলার আসামী মোঃ গোলাম প্রামাণিক (৩৫), নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে র‌্যাব।
বুধবার (১৯ জুন) দিনগত রাত ৩টায় নওগাঁ জেলার আত্রাই থানাধীন গোয়ালবাড়ি এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার মোঃ গোলাম প্রামাণিক, তিনি ওই এলাকার মৃত আব্দুর রহমান প্রামাণিকের ছেলে।
বৃহস্পতিবার র‌্যাব-৫, রাজশাহীর মোল্লাপাড়া ক্যাম্পের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।
র‌্যাব জানায়, গত (৪ এপ্রিল ২০২৫) বাগমারা থানাধীন রনশিবাড়ী গ্রামে পূর্ব শত্রুতার জেরে কথা কাটাকাটির এক পর্যায়ে রাজ্জাক প্রামানিককে ধারালো ছুরি দিয়ে কুকের এলোপাথাড়ি জখম করে হত্যা করে আসামী আমিনুল ইসলাম ওরফে আমিরুল। এর পরই হত্যাকারী আমিরুলকে স্থানীয় জনগন ধাওয়া করে আটক করে রাখে। পরে সংবাদ পেয়ে বাগমারা থানা পুলিশের একটি স্কর্ট ঘটনাস্থলে গিয়ে আসামী আমিনুল ইসলাম ওরফে আমিরুলকে নিজেদের হেফাজতে নেয় এবং থানায় নিয়ে আসার জন্য প্রস্তুতি গ্রহণ করলে অজ্ঞাতনামা ১০০০/১২০০ জন আসামীদের হাতে লাঠি ও ইটসহ উত্তেজিত অবস্থায় দেখতে পায়।
ওই সময় তারা দলবদ্ধ হয়ে পুলিশের কাজে বাধা প্রদান করে এবং পুলিশ সদস্যদেরকে লাঠি ও ইট দ্বারা আঘাত করে জখম করে এবং হত্যাকারী আসামীকে পুলিশ হেফাজত থেকে ছিনিয়ে নেয়। পরে জনতা রাজ্জাকের হত্যাকারী আসামী আমিরুলকে লাঠি ও ইট দিয়ে এলোপাথারি মারপিট করে ও তার মাথায় আঘাত করে হত্যা করে ঘটনাস্থল ত্যাগ করে। পরবর্তীতে লাশ ময়না তদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।
এ ঘটনায় বাগমারা থানায় পুলিশ বাদী হয়ে একটি মামলা দায়ের করে। মামলার পর আসামীগন দেশের বিভিন্ন প্রান্তে নিজেদেরকে আত্মগোপন করে। ঘটনায় সাথে জড়িত আসামীদেরকে গ্রেফতারের জন্য অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি র‌্যাব ছায়া তদন্ত শুরু করে এবং গোয়েন্দা নজরদারী বৃদ্ধি করে।
এরই ধারাবাহিকতায় র‌্যাব-৫, রাজশাহীর একটি আভিযানিক দল পৃথক অভিযান পরিচালনা করে গত ২০ মে চট্টগ্রাম থেকে ২জন এবং গত ২জুন নওগাঁর আত্রাই থেকে ১জন আসামীকে গ্রফতার করে এবং অপর আসামীদের গ্রেফতারে গোয়েন্দা নজরদারী বৃদ্ধি করে। এরই ধারাবাহিকতায় বুধবার ১৯ জুন রাত ৩টায় নওগাঁ জেলার আত্রাই ধানাধীন গোয়ালবাড়ি এলাকায় অভিযান পরিচালনা করে হত্যাকান্ডের অন্যতম পলাতক আসামী মোঃ গোলাম প্রামাণিককে গ্রেফতার করে। ঘটনার সাথে জড়িত পলাতক অন্যান্য আসামীদের গ্রেফতারে র‌্যাবের গোয়েন্দা নজরদারী চলমান থাকবে।
বৃহস্পতিবার সকালে গ্রেফতার আসামীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে বিজ্ঞ আদালতে সোপর্দ করেছে দূর্গাপুর থানায় হস্তান্তর করেছে পুলিশ।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET