নির্বাচনী পরবর্তী সহিংসতায় রাজশাহীর বাগমারায় আওয়ামী লীগ মনোনীত ও দলটির বিদ্রোহী প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে অন্তত তিনজন নিহত এবং ২০ জন আহত হয়েছেন।
শনিবার চতুর্থ ধাপের নির্বাচন শেষে বাঘমারার হাটগাঙ্গোপাড়া ইউনিয়নের আউশপাড়ায় এ ঘটনা ঘটে।
এর আগে আজ আওয়ামী লীগের দুই গ্রুপের মধ্যে নির্বাচনী সংঘর্ষে কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় এবং নরসিংদীর রায়পুরায় দুই আওয়ামী লীগ কর্মী খুন হয়েছেন। এছাড়া ঠাকুরগাঁওয়ে গুলিতে এক যুবক নিহত হয়েছেন।
ফলে আজ নির্বাচনী সহিংসতায় অন্তত ছয়জনের মৃত্যু হয়েছে।
সুশাসনের জন্য নাগিরক (সুজন) জানিয়েছে, এর আগে তিন দফা নির্বাচনে অন্তত ৭১ জন নিহত হয়েছেন যাদের ৩৬ জনই ক্ষমতাসীন আওয়ামী লীগের কর্মী।