
নাজিম হাসান,রাজশাহী:
বাগমারা থানায় সদ্য যোগদানকারী নবাগত ওসি মোস্তাক আহম্মেদের সাথে স্থানীয় সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বাগমারা প্রেসক্লাবে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। প্রেসক্লাব সভাপতি আলতাফ হোসেনের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক হেলাল উদ্দিনের পরিচালনায় মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন বাগমারা থানার ওসি তদন্ত আফজাল হোসেন, সেকেন্ড অফিসার মনিরুল ইসলাম। বক্তব্য রাখেন প্রেসক্লাবের সাবেক সভাপতি ইউসুফ আলী সরকার, আফাজ্জাল হোসেন, সহসভাপতি সামসুজ্জোহা মামুন, উপদেষ্টা জিল্লুর রহমান, সাবেক সাধারন সম্পাদক মাহফুজুর রহমান প্রিন্স, রাশেদুল হক ফিরোজ। এ সময় উপস্থিত ছেলেন সহ-সম্পাদক নাজিম হাসান, দপ্তর সম্পাদক আকবর আলী, কোষাধ্যক্ষ আব্দুল মতিন, সাংবাদিক জিল্লুর রহমান দুখু, শামীম রেজা, রতন কুমার, ফারুক আহম্মেদ, রতন কুমার প্রমূখ।