
নাজিম হাসান,রাজশাহী:
রাজশাহীর বাগমারায় বিলে মাছ ধরার জন্য বাঁশের বাঁধ দেওয়াকে কেন্দ্র করে জেকের আলী (৬৮) নামের এক বৃদ্ধকে পিটিয়ে হত্যার হত্যা করা হয়েছে।। নিহতের বাড়ি উপজেলার গোবিন্দপাড়া ইউনিয়নের হাতরুম গ্রামে। এই হত্যাকান্ডের সঙ্গে জড়িত সন্দেহে রহিদুল ইসলাম নামের ১জনকে পুলিশ গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃত রহিদুল ইসলাম গোবিন্দপাড়া ইউনিয়নের শান্তিপাড়া গ্রামের কায়েস আলীর ছেলে বলে জানাগেছে। প্রত্যক্ষদর্শীরা ও এলাকাবাসী সূত্রে জানাগেছে, মঙ্গলবার সকালে উপজেলার হাতরুম বিলে বৃষ্টির পানির প্রবাহ বন্ধ করে রহিদুল ইসলাম মাছ ধরার জন্য বাঁশের বাঁধ দিতে শুরু করেন। বিষয়টি জানতে পেরে জেকের আলী তাঁকে বাঁধ দিতে নিষেধ করেন। এ নিয়ে তাঁদের মধ্যে বাকবিতন্ডা শুরু হয়। এক পর্যায়ে রহিদুল ইসলাম লাঠি দিয়ে বৃদ্ধ জেকের আলীকে পেটাতে থাকেন। এতে তিনি মাটিতে পড়ে যান এবং জ্ঞান হারিয়ে ফেলেন। পরে তাঁকে সেখানে ফেলে রেখেই রহিদুল ইসলাম পালিয়ে যান। বিষয়টির টের পাওয়ার পর ঘটনাস্থলের অদূরে থাকা লোকজন ঘটনাস্থলে এসে বৃদ্ধ জেকের আলীকে মৃত অবস্থায় দেখতে পান। পরে বিষয়টি পরিবারের সদস্যদের অবহিত করলে তারা বাগমারা থানায় খবর দেয়। খবর পেয়ে দুপুরে পুলিশ নিহত জেকের আলীর লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায় । পরে পুলিশ আভিযান চালিয়ে রহিদুল ইসলাম গ্রেপ্তার করে। এ ব্যাপারে যোগাযোগ করা হলে বাগমারা থানার (ওসি) নাছিম আহমেদ জানান, হত্যার সাথে জড়িত থাকার অভিযোগে রহিদুল ইসলাম নামের একজনকে গ্রেপ্তারের করা হয়েছে। এছাড়াও থানায় রেখে রহিদুল ইসলামকে জ্ঞিাসাবাদ করা হচেছ। এবং এঘটনার সঙ্গে অন্য কেউ জড়িত থাকলে তাদেরও গ্রেপ্তার করা হবে। গ্রেপ্তারকৃত রহিদুল ইসলামকে বুধবার আদালতের মাধ্যমে রাজশাহী জেল হাজতে প্রেরন করা হবে বলে ওসি নাছিম আহমেদ জানিয়েছেন। । #