
নাজিম হাসান,রাজশাহী প্রতিনিধি:
রাজশাহীর বাগমারা উপজেলার ঝিকরা ইউনিয়নের বারুইপাড়া গ্রামের বীরমুক্তিযোদ্ধা লালচান প্রামানিক (৬৬) গত শুক্রবার দুপুরে বার্ধক্য জনিত কারনে নিজ বাড়ীতে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহে…রাজেউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী ও তিন মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। গতকাল শনিবার সকাল ১১ টায় বীরমুক্তিযোদ্ধা মরহুম লালচান প্রামানিক এর রাষ্টীয় মর্যদায় জানাযা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তার প্রতিনিধি হিসেবে উপ্িস্থত ছিলেন, সমাজসেবা কর্মকর্তা আব্দুল মমিন, থানার অফিসার্স ইনচার্জের প্রতিনিধি ছিলেন, উপপরিদর্শক (এসআই) আব্দুল মজিদ ও আব্দুল লতিফ, বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব আফছার আলী, ঝিকরা ইউনিয়নের সাবেক কমান্ডার বীরমুক্তিযোদ্ধা আফজাল হোসেন, আহাদ আলী, দবির উদ্দীন, আশেক আলী, ঝিকরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল হামিদ ফৌজদারসহ উপজেলার বিভিন্ন অঞ্চলের বীরমুক্তিযোদ্ধা ও গন্যমান্য ব্যক্তিবর্গ।