নাজিম হাসান,রাজশাহী প্রতিনিধি:- রাজশাহীর বাগমারায় বিশ্ব ভালোবাসা দিবসে ভালোবাসার শুভেচ্ছা বিনিময় করতে এসে এক কলেজ শিক্ষক লাঞ্চিত হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে উপজেলা সদর ভবানীগঞ্জ বাজারে। এঘটনায় পর এলাকায় সর্বত্রই ভালবাসা দিবস নিয়ে শুরু হয়েছে নানা গুঞ্জন। জানা গেছে, উপজেলার বালিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা শিরিনা আক্তার দীর্ঘদিন থেকে একই উপজেলার তাহেরপুর ডিগ্রী কলেজের প্রভাষক ২ সন্তানের জনক আবু বক্কর সিদ্দিকের সাথে একটা সম্পর্ক গড়ে তুলে। সেই সম্পর্কের ফলে ওই কলেজ শিক্ষক মাঝে মধ্যে শিক্ষিকার বাড়ি যায়। কলেজ শিক্ষকের আশা যাওয়ার বিষয়টি তার স্বামীও জানেন। বুধবার দুপুরের দিকে শিক্ষিকার স্বামী বাড়িতে না থাকার সুযোগে কলেজ শিক্ষক আবু বক্কার সিদ্দিক ওই শিক্ষিকার বাড়িতে প্রবেশ করে। প্রবেশের কিছু পরে ওই শিক্ষিকার স্বামী বাড়ি চলে আসে। এদিকে আত্মরক্ষার্থে ওই শিক্ষিকা কলেজ শিক্ষক আবু বক্কর সিদ্দিককে আচমকা মারপিট করতে থাকে। এই ঘটনায় আশপাশের স্থানীয় লোকজন ছুটে আশে। বিষয়টি জানাজানি হলে স্থানীয়রা বাগমারা থানায় খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনা স্থলে ছুঁটে আসে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। স্থানীয় লোকজন জানান, উপজেলার বড় বিহানালী ইউনিয়নের বড়কয়া গ্রামের আক্কেল আলীর ছেলে ওই কলেজ শিক্ষক দীর্ঘদিন থেকে শিক্ষিকার বাড়িতে যাতায়াত করতেন। এনিয়ে প্রতিবেশীদের মধ্যে নানা কানাঘোষা ছিল। আর ভালোবাসা দিবসে এমন খবরে শুরু হয়েছে নানা গুঞ্জন। এব্যাপারে বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাছিম আহম্মেদ জানান, ঘটনাটি শোনার পর সেখানে গিয়ে দুজনকে একটি কক্ষে দেখা গেছে। তাৎক্ষনিক ভাবে বিষয়টি পরিবারের লোকজন মিমাংসা করেছেন যেনে সেখান থেকে চলে এসেছি। তবে এমন ঘটনায় থানায় কোন অভিযোগ হয়নি বলে জানান তিনি।