দুর্গাপুর প্রতিনিধিঃ- বাগমারায় মোটরসাইকেল ও ট্রাক্টর (কাকড়া) গাড়ির মুখমুখি সংঘর্ষে দুই জন নিহত ও একজন আহত হয়েছেন। তারা তিনজনেই কলেজপড়–য়া ছাত্র। ঘটনাটি ঘটেছে সোমবার রাত সাড়ে আটটার দিকে বাগমারা উপজেলার মহাম্মদপুর ঢেঁকি পাড়া এলাকায়। নিহতরা হলেন দুর্গাপুর উপজেলার পালশা গ্রামের মজিবুর রহমানের ছেলে রাজিব হোসেন (২৫) ও একই গ্রামের আব্দুল হামিদএর ছেলে বেলাল হোসেন (২১)। এতে আহত হন মকলেছুর রহমানের ছেলে সাজু (১৯)। জনাগেছে, সোমবার রাতে মোটরসাইকেল যোগে তারা বাগমারা উপজেলার মহাম্মদপুর ঢেঁকি পাড়া থেকে দুর্গাপুর নিজ গ্রাম পালশায় উদ্দেশ্যে বের হয়। এমন সময় মহাম্মদপুর ঢেঁকি পাড়া এলাকায় অপরদিক থেকে একটি মালবাহী টাক্টর (কাকড়া) গাড়ী এসে তাদের মুখমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে রাজিব হোসেন মারা যায়। ও অপর আহত দুইজনের মধ্যে বেলাল হোসেন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ১১টার দিকে মারা যায়। এবিষয়ে বাগমার থানার (ওসি) নাছিম উদ্দিন জানান, সড়ক দুর্ঘটনার কথা শুনেছি, তবে এঘটনায় কোন প্রকার অভিযোগ বা মামলা দায়ের হয়নি।