
বাগেরহাটের কচুয়ায় তিন শিশুকে যৌন নির্যাতনের ঘটনায় মামলা হয়েছে থানায়। অভিযুক্ত আজাহার আলী মোল্লা (৭০) কে গ্রেফতার করেছে পুলিশ। সে উপজেলার মঘিয়া ইউনিয়নের চরসোনাকুর গ্রামের মৃত কাদের মোল্লার ছেলে। নির্যাতনের শিকার শিশুদের মধ্যে দুইজন দ্বিতীয় এবং একজন তৃতীয় শ্রেণীর ছাত্রী। অভিযুক্ত একজন দুশ্চরিত্র। এর আগেও সে বিভিন্ন অপকর্মের জন্য স্থানীয়দের হাতে লাঞ্চিতের শিকার হয়েছে।
জানা গেছে, শিশুদের চকলেট দেওয়ার প্রলোভন দেখিয়ে ৩০ জুলাই বিকেলে ফাঁকা জায়গায় তার নিজ বাড়িতে নিয়ে উলঙ্গ করে যৌন নির্যাতন করে। শিশুরা চিৎকার দিতে চাইলে সে তাদের গলা টিপে ধরার চেষ্টা করে। পরবর্তীতে বিষয়টি জানাজানি হলে বৃদ্ধ আজহার মোল্লা বাড়ি ছেড়ে পালিয়ে যায়।
ঘটনার পর শিশুদের পিতা আলম মোল্লা বাদী হয়ে কচুয়া থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন। শিশুদের বয়স সাত, আট ও নয় বছর। শিশুদের পিতা ও এলাকাবাসী জঘন্য চরিত্রের আজাহার আলী মোল্লার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ মহসিন হোসেন জানিয়েছেন, থানায় মামলা হওয়ার পর আসামি আজাহার আলী মোল্লাকে গ্রেফতারের জন্য বিভিন্ন জায়গায় অভিযান পরিচালনা করা হয়। সর্বশেষ পিরোজপুর জেলার রাজারহাট এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে। আসামিকে আদালতের মাধ্যমে জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।
Please follow and like us: