
বাগেরহাটের ফকিরহাট থেকে চুরি হয়ে যাওয়া তিনটি গরু খুলনা থেকে উদ্ধার করেছে ফকিরহাট থানা পুলিশ। গত ১১ জুলাই রাতে পাগলা শ্যামনগর গ্রামের গোপাল মিত্রের গোয়াল থেকে চুরি হয় এই গরু গুলো। মঙ্গল বার (১৩ জুলাই) এসআই রফিকের নেতৃত্বে ফকিরহাট মডেল থানা পুলিশের একটি দল খুলনায় অভিযান চালিয়ে গরু তিনটি উদ্ধার করে এবং গরু চোর চক্রের খুলনা জেলার পাবলা- দৌলতপুর এলাকার খালেক সেখ এর পুত্র মোঃ জুয়েল রানা (৪০) , মৃত মোকসেদ বিশ্বাসের ছেলে মোঃ কামরুল বিশ্বাস (৪৫) এবং ইব্রাহিম বিশ্বাসের ছেলে ইকরাম বিশ্বাস (৩০) দের আটক করে ফকিরহাট থানায় নিয়ে আসে।
গরু চোর চক্রের সদস্যরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে গরু চুরির সাথে সম্পৃক্ত থাকার কথা স্বীকার করেছে। তাদের বিরুদ্ধে ফকিরহাট থানায় একটি চুরি মামলা দায়ের করা হয়েছে।
Please follow and like us: