স্মার্ট লিগাল এইড , স্মার্ট দেশ , বঙ্গবন্ধুর বাংলাদেশ এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারা দেশের ন্যায় যথাযোগ্য মর্যাদায় বাগেরহাটেও পালিত হয়েছে জাতীয় আইনগত সহায়তা দিবস -২০২৪। এ উপলক্ষে বুধবার (২৮ এপ্রিল) সকাল ৯ টায় জেলা ও দায়রা জজ আদালত প্রাঙ্গন হতে র্যালী বের হয়ে ভিআইপি মোড় প্রদক্ষিণ শেষে পূণরায় আদালত প্রাঙ্গনে এসে শেষ হয়।র্যালী শেষে জেলা আইনজীবী সমিতির সম্মেলন কক্ষে উপস্থিত লিগ্যাল এইড দিবসের তাৎপর্য বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
দিনব্যাপী অনুষ্ঠানে অংশগ্রহণ করেন, সিনিয়র জেলা ও দায়রা জজ ও নারী ও শিশু নির্যাতন দমন ট্র্যাইবুনাল এর বিচারক মোঃ মঈন উদ্দীন, চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ ওসমান গনি, জেলা প্রশাসক মোহাঃ খালিদ হোসেন, পুলিশ সুপার আবুল হাসনাত খানসহ বিভিন্ন পর্যায়ের বিচারক বৃন্দ, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট, জেল সুপার, জেলা জজ আদালতের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ, জেলা আইনজীবী সমিতির সভাপতি সহ সমিতির সকল সদস্যবৃন্দ, বেসরকারি স্বেচ্ছাসেবী সংস্থা রূপান্তর ও ব্র্যাক,জাতীয় মহিলা সংস্থা, বাঁদাবন সংঘ,বাংলাদেশ জাস্টিস অ্যান্ড কেয়ার এবং লিগ্যাল এইডের সুবিধা ভোগী ব্যক্তিবর্গ।
আলোচনা সভার শেষে সেরা প্যানেল আইনজীবী হিসাবে বিজ্ঞ বিচারকদের রায়ে ফৌজদারী মামলা নিষ্পত্তিতে এ্যাডভোকেট শেখ মনিরুজ্জামানকে পুরস্কার প্রদান করা হয় । এর আগেও শেখ মনিরুজ্জামান একাধিকবার শ্রেষ্ঠ প্যানেল আইনজীবী নির্বাচিত হয়েছেন।
Please follow and like us: