বাগেরহাট শহরের হাড়িখালী এলাকায় অভিযান পরিচালনা করে নওশীন পূরবী ওরফে ডালিয়া নামে এক মাদক সম্রাজ্ঞী ও তার সহযোগীকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (১৬ ডিসেম্বর) রাতে নওশীন পূরবী ওরফে ডালিয়ার বাড়িতে অভিযান চালিয়ে ৫শ ইয়াবাসহ তাকে আটক করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন বাগেরহাট সদর মডেল থানার ওসি মো. সাইদুর রহমান। গ্রেফতার ডালিয়া বাগেরহাটের শরুই এলাকার আব্দুস সালাম শেখের মেয়ে ও শেখ ফরিদ কুষ্টিয়ার আলামপুর ইউনিয়নের শেখ মহিউদ্দিনের ছেলে।
বাগেরহাট মিডিয়া সেলের সমন্বয়ক ইন্সপেক্টর কাজী শাহিদুজ্জামান জানান, গোপন সংবাদের ভিত্তিতে প্রথমে ইয়াবা সরবরাহকারী শেখ ফরিদকে আটক করে পুলিশ। পরবর্তীতে তার স্বীকারোক্তি মোতাবেক বাগেরহাট মডেল থানার ওসি মো. সাইদুর রহমানের নেতৃত্বে পুলিশের একটি টিম অভিযান পরিচালনা করে ৫’শ পিস ইয়াবাসহ ডালিয়াকে গ্রেফতার করে তারা।
সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইদুর রহমান জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। তাদেরকে বিজ্ঞ আদালতে পাঠানোর প্রস্তুতি প্রক্রিয়াধীন রয়েছে। মাদকের ব্যাপারে সে যেই হোক, যে দলের হোক, যত বড় শক্তিশালী হোক কোন ছাড় নয় বলেও জানান এ কর্মকর্তা।
Please follow and like us: