
করোনার হটস্পট বাগেরহাটে চলছে কঠোর লকডাউন। সবাইকে ঘরে থাকার জন্য সরকারের পক্ষ থেকে বলা হয়েছে। স্বাস্থ্যবিধি মেনে স্বল্প পরিসরে নিত্য প্রয়োজনীয় দোকান বাজার এবং ফার্মেসি খুলে রাখার কথা বলা হলেও মানছে না কেউ স্বাস্থ্যবিধি। এমতাবস্থায় জেলা প্রশাসন কঠোর অবস্থান গ্রহণ করেছে। প্রশাসনের সাথে জীবনের ঝুঁকি নিয়ে অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন বাগেরহাট জেলার আনসার ও ভিডিপি সদস্যরা। বৈশ্বিক মহামারী করোনা ভাইরাস সংক্রমণ রোধে বাগেরহাট জেলার আনসার বাহিনীকে বিভিন্ন দপ্তর ও সংস্থার সাথে সমন্বয় করে পরিচালিত করছে জেলা প্রশাসন। জেলার নাগরিকদের সচেতন করার লক্ষ্যে বাহিনীর নিজেদের পক্ষ থেকেও প্রচারাভিযান চালাচ্ছে, বিতরণ করছে মাস্ক এবং বিভিন্ন হাট-বাজারে গিয়ে করোনার ভয়াবহতা সম্বন্ধে সতর্ক করছেন জেলার বাসিন্দাদের। জীবনের ঝুঁকি থাকা সত্ত্বেও দেশ ও জনগণের কথা বিবেচনা করে তারা মোকাবেলা করে চলছে ভয়াবহ করোনাভাইরাস।
বাগেরহাট জেলা আনসার ও ভিডিপি কমান্ড্যান্ট কার্যালয়ের সহ: জেলা কমান্ড্যান্ট মোঃ মাজহারুল ইসলাম ভূঁইয়া বলেন, জেলায় মোবাইল কোর্ট পরিচালনার জন্য এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এর সাথে ২০ জন করে আনসার বাহিনীর সদস্য নিয়োজিত আছে। উপজেলা প্রশাসনের সাথে ১৫ জন আনসার বাহিনীর সদস্য সার্বক্ষণিক কাজ করছে। ছয়জনের স্কর্ট নিয়ে টহল পরিচালনা করছে আমাদের বাহিনী। ইউনিয়ন পর্যায়ে আমাদের দলনেতা ও দলনেত্রী করোনা ভাইরাস মোকাবেলায় কাজ করছে।
তিনি আরো বলেন, দেশের প্রয়োজনে নিরলস কাজ করে যাচ্ছে বাংলাদেশ আনসার বাহিনী। অবশ্যই জীবনের ঝুঁকি নিয়ে আনসার বাহিনীর সদস্যগণ এই জেলার করোণা সংক্রমণ রোধে দায়িত্ব পালন করছে। প্রতিদিন সদস্যদের ব্রিফ করা হচ্ছে। তাদের নিজেদের সচেতন হওয়ার পাশাপাশি স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ এবং তদারকি করা হচ্ছে। বাগেরহাট জেলার আনসার বাহিনীর সদস্যদের প্রত্যেকেরই ভ্যাকসিন দেওয়া আছে। এখনো পর্যন্ত আক্রান্তের কোনো সংবাদ পাওয়া যায় নাই।
Please follow and like us: