
বাগেরহাটের ফকিরহাটে অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগে দুজনকে আটক করেছে ফকিরহাট মডেল থানা পুলিশ। ৩১শে মে সোমবার দুপুরে উপজেলার ডাকবাংলো মোড়ের কলকাতা কবিরাজ ঘর থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলো ফকিরহাট উপজেলার সাতশৈয়া গ্রামের মৃত নিজাম উদ্দিনের ছেলে কলকাতা কবিরাজ ঘরের স্বত্বাধিকারী ও কবিরাজ রফিকুল ইসলাম (৪৫) এবং একই এলাকার গৃহবধূ সুখি বেগম (২৫)।
ফকিরহাট মডেল থানা সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে এই যুগল ফকিরহাটের ডাকবাংলো মোড়ের কলকাতা কবিরাজ ঘরে রাত যাপন ও অনৈতিক কর্মকাণ্ড করে আসছে। গতকাল থেকে তারা ওই কলকাতা কবিরাজ ঘরে অবস্থান করছে এমন সংবাদের ভিত্তিতে এসআই সেলিম সঙ্গীয় ফোর্স নিয়ে সেখানে উপস্থিত হয় এবং দুজনকে আটক করে থানায় নিয়ে আসে।
এ রিপোর্ট লেখা পর্যন্ত অনৈতিক কর্মকাণ্ডের দায়ে আটক রফিকুল ইসলাম ও সুখী বেগমের নামে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছিল।
Please follow and like us: