বাগেরহাটের ফকিরহাট উপজেলার আটটিকা এলাকায় নিজের কাছে থাকা বোমা বিস্ফোরণে সুমন শেখ (২৩) নামে এক ছাত্রদল কর্মী নিহত হয়েছেন।
তিনি একই এলাকার আব্দুস সাত্তার শেখের ছেলে।
সোমবার বিকেলে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এর আগে বিকেল পৌনে ৩টার দিকে নিজ বাড়িতে থাকা বোমা বিস্ফোরিত হলে গুরুতর আহত হন তিনি।
ফকিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বজলুর রহমান জানান, ছাত্রদল কর্মী সুমন দুপুরে বাড়ির উঠানে থাকা খড়ের গাদার পাশে বোমাটি রাখছিলেন। এসময় বোমাটি বিস্ফোরিত হলে গুরুতর আহত হন তিনি। এ অবস্থায় তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকেল ৫টার দিকে তিনি মারা যান।
ওসি আরো জানান, সুমন কেন কোথা থেকে বোমাটি এনে নিজের কাছে রেখেছিলেন তা খতিয়ে দেখা হচ্ছে।