
বাগেরহাটে এক মন গাঁজাসহ দুই কারবারিকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ। বুধবার (২৮ ফেব্রুয়ারী) সকাল সাড়ে ৮ টার দিকে মোল্লাহাট থানা এলাকার ঢাকা খুলনা হাইওয়ের মেসার্স সাগর ফিলিং স্টেশনের পূর্বপাশ থেকে তাদের আটক করা হয়। আটকৃতরা হলেন চট্টগ্রাম জেলার ভোজপুর উপজেলার করিবাগান গ্রামের জয়নাল আবেদীনের ছেলে আবুল হোসেন (৩২) এবং উদিয়া পাথর গ্রামের রমজান আলীর ছেলে মোঃ সাইফুল ইসলাম (৩০)।
জানাগেছে, বাগেরহাট জেলা গোয়েন্দা পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা খুলনা হাইওয়ে মোল্লাহাট উপজেলার মেসার্স সাগর ফিলিং স্টেশনের পাশে ঢাকা থেকে আসা ( ঢাকা মেট্রো ন ১৫-৩০০৯) নং পিকআপ ভ্যানে অভিযান পরিচালনা করে এক মন (৪০ কেজি) মাদক দ্রব্য (গাঁজা) উদ্ধার করে। এ সময় মাদকদ্রব্য বহন ও কারবারের সাথে জড়িত দুইজনকে আটক করা হয়।
বাগেরহাট জেলা গোয়েন্দা পুলিশের পরিদর্শক স্বপন কুমার রায় জানান, গোয়েন্দা পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে মোল্লাহাটের মেসার্স সাগর ফিলিং স্টেশনের পাশ থেকে এক মন গাঁজাসহ দুইজনকে আটক করেছে। এ সময় গাঁজা ও তাদের বহনকারী পিকআপ জব্দ করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা মাদক কারবারীর সাথে জড়িত বলে স্বীকার করেছে। আসামিদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
Please follow and like us: