
কামরুজ জামান শিমুল বাগেরহাট থেকে: বাগেরহাটের নতুন ডিসি মোহাম্মদ আজিজুল ইসলামের সাথে মতবিনিময় করেছে বাগেরহাটে কর্মরত সাংবাদিক বৃন্দ। আজ মঙ্গলবার (২৫শে) মে বিকেলে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে প্রিন্ট ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার সাংবাদিকদের সাথে এই মতবিনিময় অনুষ্ঠিত হয়। নবাগত জেলা প্রশাসক উপস্থিত সকল সাংবাদিক বৃন্দের সাথে পরিচিত হন এবং সংবাদকর্মীদের সাথে নিয়ে সততার সহিত কাজ করার প্রতিশ্রুতিবদ্ধ হন।
এ সময় বক্তব্য রাখেন বাগেরহাট জেলা প্রেসক্লাবের সভাপতি নিহার রঞ্জন সাহা, সাধারন সম্পাদক আলহাজ তালুকদার আব্দুল বাকী, সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা নকিব সিরাজুল হক, প্রেস ক্লাবের সাবেক সভাপতি এ্যাড শাহ-আলম টুকু, বাবুল সরদার, আহাদ উদ্দিন হায়দার, প্রেসক্লাবের যুগ্ন সাধারন সম্পাদক আজমল হোসেন, সাবেক সাধারন সম্পাদক অধ্যাপক মাহফুজুর রহমান, সাংবাদিক ইশরাত জাহান, শামসুর রহমান, আজাদুল হক প্রমুখ।