১৩ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার, ৩০শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৩ই শাবান, ১৪৪৬ হিজরি

শিরোনামঃ-




বাগেরহাটে নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠনের পাঁচ সদস্যের কারাদণ্ড

কামরুজ্জামান শিমুল, বাগেরহাট জেলা করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : ফেব্রুয়ারি ২৯ ২০২৪, ০০:১৯ | 723 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

বাগেরহাটে নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠনের পাঁচ সদস্যেকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ডাদেশ দিয়েছে আদালত। সেই সাথে প্রত্যেক আসামীকে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও তিন মাস বিনাশ্রম কারাদণ্ডের আদেশ প্রদান করেছেন। বুধবার (২৮ ফেব্রুয়ারি) দুপুর ১২ টায় বাগেরহাটের অতিরিক্ত জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ড. মো. আতিকুস সামাদ আসামিদের উপস্থিতিতে এই রায় প্রদান করেন।
দণ্ডপ্রাপ্ত আসামীরা হলেন, পিরোজপুর জেলার নাজিরপুর থানার রঘুনাথপুর গ্রামের আশরাফুল আলী ফরাজীর ছেলে জহিরুল ইসলাম, সাতক্ষীরা জেলা সদরের পাড়েরকান্দা গ্রামের জুম্মান আলী সরদারের ছেলে মোহাম্মদ মাকসুদুর রহমান ওরফে তোতা, কাশিমপুর গ্রামের গিয়াস উদ্দিনের ছেলে মোর্শেদ আলম, ইটাগাছা গ্রামের আব্দুল করিমের ছেলে সাইফুল ইসলাম এবং বাগেরহাট জেলা সদরের নাটইখালী গ্রামের সোহরাব হোসেনের ছেলে তরিকুল ইসলাম ওরফে তারেক।
মামলার বিবরণে জানা যায়, নাশকতার উদ্দেশ্যে ২০১৬ সালের ৩ নভেম্বর রাতে জেলা সদরের দড়াটানা ব্রিজ সংলগ্ন গোবর দিয়া এলাকার অবস্থান নেয় নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠনের সদস্যরা। পুলিশ খবর পেয়ে অভিযানে গেলে জেএমবি সদস্যরা আইনশৃঙ্খলা বাহিনীকে লক্ষ্য করে বোমা নিক্ষেপ করে। পুলিশও পাল্টা গুলি ছোঁড়ে। একপর্যায়ে ধাওয়া করে পুলিশ চারজনকে আটক করতে সক্ষম হয়। এ সময় তাদের কাছ থেকে শর্টগানের গুলির খোসা জব্দ করা হয়।
পুলিশ তদন্ত শেষে পাঁচজনকে অভিযুক্ত করে ২০১৯ সালের ২ মে আদালতে চার্জশিট দাখিল করে। মামলায় নয়জনের সাক্ষ্যগ্রহণ শেষে আদালত তরিকুল ইসলাম ওরফে তারেককে পাঁচ বছর কারাদণ্ড এবং বাকি আসামিদের ছয় বছর কারাদন্ডের আদেশ প্রদান করেন। রাষ্ট্রপক্ষের কৌশলী ছিলেন এডভোকেট মোঃ শহিদুজ্জামান (শহীদ)
Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET