বাগেরহাটে ইয়াবাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। জেলার ফকিরহাট উপজেলার কাটাখালি মোড় হতে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ২শ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করে পুলিশ। আটকরা হলেন, বাগেরহাটের রামপালের পেড়িখালী গ্রামের মৃত শেখ আবু বক্করের ছেলে শেখ ফাকরুল ইসলাম (৪৮) ও নড়াইলের নড়াগাতি থানার ডর বল্লাহাটি গ্রামের মৃত সেকেন্দর আলী শিকদারের ছেলে আজাদ শিকদার (৪০)।
জানা গেছে শুক্রবার (৮ নভেম্বর) সকাল ৯ টার দিকে ফকিরহাট থানার এস আই মেহেদী হাসানের নেতৃত্বে পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার কাটাখালি মোড়ের মাহিন্দ্রা স্ট্যান্ডে অভিযান পরিচালনা করেন। অভিযান পরিচালনা কালীন সময়ে সন্দেহজনক দুই ব্যক্তির শরীর তল্লাশি করে ২শ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে পুলিশ।
খোঁজ নিয়ে জানা গেছে আটককৃতরা ইয়াবা বিক্রির জন্য কাটাখালি মোড়ে অবস্থান করছিল। পুলিশের অভিযানে তাদের কাছে মাদক থাকার বিষয়টি স্বীকার করেছে তারা। এ বিষয়ে ফকিরহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) আলমগীর কবির বলেন, সকালে কাটাখালি মোড় থেকে ২শ পিস ইয়াবাসহ দুই ব্যক্তিকে আটক করা হয়েছে। আটক আসামিদের আদালতে প্রেরণ করা হয়েছে।
Please follow and like us: