
এস.এম. সাইফুল ইসলাম কবির, বাগেরহাট অফিস :বাগেরহাটে বে-সরকারী টেলিভিশন একুশে টেলিভিশনের ১৯ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। শনিবার সকালে বাগেরহাট প্রেসকাবের সামনে থেকে একটি বর্ণাঢ্য র্যালী বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে প্রেসকাব মিলনায়তনে কেক কেটে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বাগেরহাট প্রতিনিধি এইচএম মইনুল ইসলামের উপস্থাপনায় কেক কাটা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সমাজ কল্যান মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ডা. মোজাম্মেল হোসেন, মৎস্য ও প্রানী সম্পদ মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এ্যাডভোকেট মীর শওকাত আলী বাদশা, প্রেসকাবের সভাপতি আহাদ উদ্দিন হায়দার, সাধারন সম্পাদক এ বাকী তালুকদার, সহ-সভাপতি নীহার রঞ্জন সাহা, বিভিন্ন গনমাধ্যমের সাংবাদিকসহ বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।