বাগেরহাট প্রেসক্লাব ও জেলা তাঁতী লীগের সভাপতি এবং বাগেরহাট আন্ত:জেলা বাস ও মিনিবাস মালিক সমিতির সাধারন সম্পাদক তালুকদার আব্দুল বাকির সৌজন্যে ফ্রী বিশুদ্ধ ঠান্ডা পানি, খাবার স্যালাইন ও শরবত বিতরণ করা হয়েছে। বুধবার (২৪ এপ্রিল) বেলা বারোটায় জেলা সদরের বারাকপুর বাজারে তীব্র দাবদাহে অতিষ্ঠ শ্রমিক পথচারীসহ বিভিন্ন শ্রেণী ও পেশার মানুষের মাঝে পানি, খাবার স্যালাইন ও শরবত বিতরণ করা হয়। বিতরণ কাজে সহায়তা করেন ষাটগম্বুজ ইউনিয়ন তাঁতীলীগের সভাপতি গৌতম কুমার দাস, সাধারণ সম্পাদক মোঃ রফিকুল ইসলাম, তাঁতী লীগ নেতা জুয়েল হাওলাদার, সম্রাট শেখ, আবু তালেব শেখ সহ তাঁতী লীগের বিভিন্ন পর্যায়ের নেতা কর্মী বৃন্দ।
তীব্র দাহ শুরু হওয়ার পর থেকে তালুকদার আব্দুল বাকির নির্দেশনায় বাগেরহাট জেলা শহরের ব্যস্ততম সড়ক সাধনার মোড় এবং বাগেরহাট বাসস্টান্ডে শ্রমিক ও পথচারীদের মধ্যে সুপেয় ঠান্ডা পানি, খাবার স্যালাইন ও শরবত বিতরণ করা হয়েছে। তাপদাহু যতদিন আছে ততদিন এই জেলার বিভিন্ন জায়গায় সুপেয় ঠান্ডা পানি, খাবার স্যালাইন ও শরবত বিতরণ অব্যাহত থাকবে বলে জানিয়েছেন বাগেরহাট প্রেসক্লাবের সভাপতি জন দরদী নেতা তালুকদার আব্দুল বাকী।
Please follow and like us: