
বাগেরহাটে বায়তুশ শরফের মরহুম পীর বাহারুল উলুম অালহাজ্ব হযরত মাওলানা মোহাম্মাদ কুতুব উদ্দিন (রহ.) এবং বায়তুশ শরফ কেন্দ্রীয় মসজিদের খতিব, জিকিরের প্রধান ইমাম অালহাজ্ব হযরত মাওলানা মোহাম্মাদ নুরুল ইসলামের প্রথম মৃত্যু বার্ষিকী পালন হয়েছে। অাজ ২১শে মে শনিবার সকাল ৯ ঘটিকায় বাগেরহাট বায়তুশ শরফ কমপ্লেক্সে স্থানীয়দের উদ্দোগে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে এই মৃত্যুবার্ষিকী পালন করা হয়। কর্মসূচীর মধ্যে রয়েছে কোরঅান খানী, মিলাদ মাহফিল, মাদরাসার গেট থেকে ভিতরে প্রায় ৩০০ মিটার রাস্তা সংস্কার, বৃক্ষ রোপণ এবং তবারক বিতরণ।
কর্মসুচির শুভ উদ্বোধন করেন বাগেরহাট সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও ষাটগুম্বজ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ অাক্তারুজ্জামান বাচ্চু। এসময় স্থানীয়দের মধ্যে আরো উপস্থিত ছিলেন, মাদরাসার সভাপতি সাবেক সচিব কাজী অাসাদুজ্জামান বকুল, হাবিবুর রহমান হাওলাদার, এস,এম ওয়াহিদুজ্জামান পিয়ার, শেখ অাসাদুজ্জামান পান্না, শেখ শামীম হাসান, মইজুর আলম বাবলা, মাদরাসার উপাধ্যক্ষ হুমায়ুন কবির, শিক্ষক, কর্মচারী বিভিন্ন কমিটির সদস্য সহ এতিমখানা ও হিফজ খানার ছাত্রবৃন্দ।
Please follow and like us: