বাগেরহাট সদর উপজেলা বিএনপি নেতা ও দেমা ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য সজীব তরফদার হত্যার সাথে জড়িত থাকার অভিযোগে আজমল হোসেন (৪৮) কে গ্রেফতার করেছে পুলিশ। রোববার রাতে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুর রহমানের নেতৃত্বে পুলিশ অভিযান চালিয়ে সদর উপজেলার কালিয়া বাজারের একটি দোকান থেকে তাকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত আজমল বাগেরহাট সদরের ডেমা ইউনিয়নের কালিয়া গ্রামের আরিজুল ইসলামের ছেলে।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুর রহমান এতথ্য নিশ্চিত করে জানান, বিএনপি নেতা সজীব তরফদার হত্যাকাণ্ডের সাথে জড়িত থাকায় ইতিপূর্বে আবু বক্কার শিকদার (৫৭) নামের একজনকে পিরোজপুরের কাউখালি উপজেলার হুগলি বাটকা গ্রাম থেকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে এক রাউন্ড গুলিসহ হত্যার কাজে ব্যবহৃত দুটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করে পুলিশ। বিএনপি নেতা সজীব হত্যায় এ পর্যন্ত দুইজনকে আটক করা হয়েছে।
গত ৫ নভেম্বর দুপুরে বাগেরহাটের দশানী-রামপাল সড়কের মির্জাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কাছে মসজিদের সামনে মোটরসাইকেল গতিরোধ করে সন্ত্রাসীরা বিএনপি নেতা সজীব তরফদারকে গুলি ও কুপিয়ে হত্যা করে। এরপর তার স্ত্রী নাইমা ফারহানা বাদী হয়ে ১৩ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরো ৯ জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন।
Please follow and like us: