বাগেরহাটে ৬ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে এক বৃদ্ধকে আটক করেছে ফকিরহাট থানা পুলিশ। আটককৃত মিন্টু শেখ (৬০) জেলার ফকিরহাট উপজেলার পিলজঙ্গ গ্রামের ইউনুস শেখের পুত্র।
মামলার বিবরণে জানা যায়, শিশুটি তার দাদার সাথে বাড়ির পাশে পানের বরজে যায়। কিছুক্ষণ পর শিশুটি বাড়ি ফিরে আসার পথে আসামি মিন্টু শেখ তাকে পানি খাওয়ানোর কথা বলে পাশে বাঁশ বাগানে নিয়ে ধর্ষণ করে। সে সময় শিশুটির ডাক চিৎকারে স্থানীয় এক ব্যক্তি ছুটে আসলে আসামি পালিয়ে যায় এবং শিশুটিকে উদ্ধার করে বাড়িতে তার মায়ের কাছে নিয়ে যায়।
ফকিরহাট মডেল থানার ওসি খায়রুল আলম জানান, শিশুটির মা বুধবার রাত ৮ টায় আসামির বিরুদ্ধে একটি ধর্ষণ মামলা দায়ের করেছে। মামলার পর ওই রাতেই আসামিকে খুলনার পাইকগাছা থেকে আটক করা হয়েছে। শিশুটি অসুস্থ, তাকে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।
Please follow and like us: