“আমরা করবো রক্তদান হাসবে রোগী বাচবে প্রাণ” স্লোগানকে সামনে রেখে বাগেরহাটে রক্তদাতা দিবস পালিত হয়েছে। সম্মিলিত রক্তযোদ্ধা পরিষদের উদ্যোগে শুক্রবার (১৪ জুন) সকাল দশটায় স্বাধীনতা উদ্যানে র্যালি ও আলোচনা সভার মাধ্যমে এই দিবসটি পালন করা হয়। রক্ত যোদ্ধাগণ স্বাধীনতা উদ্যান থেকে একটি র্যালি বের করে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে আবারো স্বাধীনতা উদ্যানে এসে আলোচনার মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।
আলোচনায় অংশগ্রহণ করেন রক্তদাতা সংগঠনের সিনিয়র রক্ত যোদ্ধা জাহিদুল ইসলাম জাদু, আলোর পথে ব্লাড ফাউন্ডেশনের চেয়ারম্যান খান আবু বক্কর, রেড ক্রিসেন্টের জামিল হাসান শশী, সেভ দ্য ফিউচার ফাউন্ডেশনের মো. জাহিদুল ইসলাম, মুসাফির ব্লাড ডোনার্স ক্লাবের মো. মিজানুর রহমান,
এ সময় আরও উপস্থিত ছিলেন বাগেরহাট সোশ্যাল ফাউন্ডেশনের হাফেজ রাকিবুল ইসলাম, খানজাহান আদর্শ ব্লাড ব্যাংকের মো. আব্দুল্লাহ রোমান, বন্ধন ব্লাড ব্যাংকের শেখ মিরানুজ্জামান, ব্লাড ডোনেট ফাউন্ডেশন বাংলাদেশের আজিজুল আহমেদ, কচুয়া যুব ব্লাড ব্যাংকের চয়ণ দেবনাথ, বাগেরহাট জেলা ব্লাড ব্যাংকের মাহাদী রহমান, ধ্রুবতারা বাগেরহাটের শেখ রাজু আহমেদ, বাগেরহাট জেলা ডোনার্স ক্লাবের শেখ সাগর এবং ব্লাড ফর বাগেরহাটের জুলী আকতার।
Please follow and like us: