এস.এম. সাইফুল ইসলাম কবির, বাগেরহাট অফিস :
বাগেরহাটের শরণখোলায় চরের জমি দখল নিয়ে দুই গ্রæপের মধ্যে সংঘর্ষে ৫জন আহত হয়েছে। শনিবার সকাল সাড়ে ১০টার দিকে সাউথখালী ইউনিয়নের সুন্দরবন সংলগ্ন সোনাতলার চরে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন হাবিব ফরাজী (৬০), ইদ্রিস ফরাজী (৫০) এবং প্রতিপক্ষের সৈজদ্দিন হাওলাদার (৫৫), রিপন হাওলাদার (৩০) ও মিরাজ হাওলাদার (২৭)। এদের মধ্যে গুরুতর জখম হাবিব, ইদ্রিস ও সৈজদ্দিনকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অন্যরা শরণখোলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে।
জানা যায়, সুন্দরবনের ভোলা নদী ভারট হওয়া চরে আগেরদিন শুক্রবার হাবিব গ্রæপ ঘর তোলে। কিন্তু ওই চরের জমি সৈজদ্দিন গ্রæপ দাবি করে শনিবার সকালে লোকজন নিয়ে দখল করতে যায়। এতে উভয় পক্ষের মধ্যে তুমুল সংঘর্ষ বাধে। একপর্যায়ে দেশিয় ধারালো অস্ত্রের আঘাতে উভয় পক্ষের ৫জন আহত হয়। এঘটনায় দুই পক্ষই মামলা করবে বলে জানা গেছে।
সোনাতলা ওয়ার্ডের ইউপি সদস্য মো. ডালিম হাওলাদার জানান, চরের জমি হাবিব ফরাজীদের মূল জমির মাথায় হওয়ায় তারা ভোগদখল করে আসছে। ওই জমি সৈজদ্দিনরা ও দাবি করছে। এ নিয়ে ইউনিয়ন পরিষদে বৈঠকও হয়েছে। কিন্তু কোনো সমাধান হয়নি।
শরণখোলা থানার অফিসার ইন চার্জ (ওসি) মো. কবিরুল ইসলাম জানান, অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।