৭ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, শনিবার, ২২শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ৪ঠা জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

শিরোনামঃ-




বাগেরহাটে শরণখোলায় চর দখল নিয়ে সংঘর্ষে আহত-৫

মোহাম্মদ ইমন মিয়া, বাঙ্গরা,কুমিল্লা করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : মার্চ ২৪ ২০১৮, ২০:০৯ | 701 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

এস.এম. সাইফুল ইসলাম কবির, বাগেরহাট অফিস :

বাগেরহাটের শরণখোলায় চরের জমি দখল নিয়ে দুই গ্রæপের মধ্যে সংঘর্ষে ৫জন আহত হয়েছে। শনিবার সকাল সাড়ে ১০টার দিকে সাউথখালী ইউনিয়নের সুন্দরবন সংলগ্ন সোনাতলার চরে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন হাবিব ফরাজী (৬০), ইদ্রিস ফরাজী (৫০) এবং প্রতিপক্ষের সৈজদ্দিন হাওলাদার (৫৫), রিপন হাওলাদার (৩০) ও মিরাজ হাওলাদার (২৭)। এদের মধ্যে গুরুতর জখম হাবিব, ইদ্রিস ও সৈজদ্দিনকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অন্যরা শরণখোলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে।
জানা যায়, সুন্দরবনের ভোলা নদী ভারট হওয়া চরে আগেরদিন শুক্রবার হাবিব গ্রæপ ঘর তোলে। কিন্তু ওই চরের জমি সৈজদ্দিন গ্রæপ দাবি করে শনিবার সকালে লোকজন নিয়ে দখল করতে যায়। এতে উভয় পক্ষের মধ্যে তুমুল সংঘর্ষ বাধে। একপর্যায়ে দেশিয় ধারালো অস্ত্রের আঘাতে উভয় পক্ষের ৫জন আহত হয়। এঘটনায় দুই পক্ষই মামলা করবে বলে জানা গেছে।
সোনাতলা ওয়ার্ডের ইউপি সদস্য মো. ডালিম হাওলাদার জানান, চরের জমি হাবিব ফরাজীদের মূল জমির মাথায় হওয়ায় তারা ভোগদখল করে আসছে। ওই জমি সৈজদ্দিনরা ও দাবি করছে। এ নিয়ে ইউনিয়ন পরিষদে বৈঠকও হয়েছে। কিন্তু কোনো সমাধান হয়নি।
শরণখোলা থানার অফিসার ইন চার্জ (ওসি) মো. কবিরুল ইসলাম জানান, অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET