
খুলনা বাগেরহাট মহাসড়ক সংলগ্ন বারাকপুর চুনাখোলা শ্মশান ঘাটের পাশে পরিত্যক্ত শুটকিপল্লী থেকে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। রবিবার (৫ মে) বেলা বারোটায় স্থানীয়রা লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দিলে পুলিশ এসে লাশ উদ্ধার করে নিয়ে যায়।
স্থানীয় রুমি শেখ জানান, বেলা বারোটার দিকে ঘেরের কর্মচারী বলে ঘেরের পাশে শুটকি পল্লীতে একটি লাশ দেখা যাচ্ছে। আমি বিষয়টি বাগেরহাট মডেল থানাকে অবহিত করলে পুলিশ এসে লাশ উদ্ধার করে। ধারণা করা হচ্ছে ১০-১২ দিন পূর্বে হত্যা করে এখানে লাশটি ফেলে গেছে। লাশটি গলে পচে গেছে। গায়ের পোশাক কিংবা চেহারা দেখে স্থানীয় কেউ বলে মনে হচ্ছে না।
বাগেরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইদুর রহমান জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। লাশ ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। তদন্ত করে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
Please follow and like us: