২১শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, শুক্রবার, ৭ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ, ২০শে রমজান, ১৪৪৬ হিজরি

শিরোনামঃ-
  • হোম
  • মৃত্যু
  • বাগেরহাটে শ্রমিকলীগ নেতার বেপরোয়া মোটর সাইকেল চালনায় প্রাণ গেল ৪ বছরের শিশুর।




বাগেরহাটে শ্রমিকলীগ নেতার বেপরোয়া মোটর সাইকেল চালনায় প্রাণ গেল ৪ বছরের শিশুর।

কামরুজ্জামান শিমুল, বাগেরহাট জেলা করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : জুন ২৮ ২০২১, ১২:৪৫ | 775 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

বাগেরহাটে মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ গেল চার বছরের এক শিশুর। বাড়ির সামনে রাস্তার পাশে মায়ের হাত ধরে দাঁড়িয়ে থাকা শিশু ও তার মাকে বেপরোয়া গতিতে রং সাইড দিয়ে এসে ধাক্কা দেয় মোটরসাইকেলটি। ২৬ জুন রাতে খুলনার গাজী মেডিকেল কলেজ হসপিটালে চিকিৎসাধীন অবস্থায় শিশুটির মৃত্যু হয়। বাগেরহাট সদরের মগরা গ্রামের অসীম পালের ছেলে সৈম্য কুমার পাল। ঘটনার পর হইতে মোটরসাইকেল চালক মগরা গ্রামের ওসমান শেখের ছেলে শ্রমিক লীগ নেতা আজিজ শেখ পলাতক রয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, বাড়ির সামনে রাস্তার পাশে রিনা রানী পাল ও তার চার বছর বয়সী শিশু সৌম্য কুমার পালকে নিয়ে দাঁড়িয়ে ছিলেন। কিছু বুঝে ওঠার আগেই  বেপরোয়া গতিতে মোটরসাইকেল চালিয়ে এসে তাদের দুজনকে ধাক্কা দেয় আজিজ। শিশুটিকে অন্তত দশ হাত মোটরসাইকেলের সাথে টেনে হিঁচড়ে নিয়ে যায়, এবং শিশুটির মা ও আহত হয়। স্থানীয়রা শিশুটিকে উদ্ধার করে দ্রুত খুলনার গাজী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। আজ শিশুটির ময়নাতদন্ত শেষে তাকে সমাহিত করা হয়েছে। এ ঘটনায় নিহত সৌম্যের বাবা মোটরসাইকেল চালক আঃ আজিজ শেখ (৪৫)কে অভিযুক্ত করে বাগেরহাট মডেল থানায় অভিযোগ দিয়েছে।
জানা গেছে শেখ আব্দুল আজিজ শ্রমিক লীগ নেতা, এলাকার মধ্যে বেপরোয়া গতিতে মোটরসাইকেল চালায়। এর আগেও একাধিক র্দূঘটনা ঘটিয়েছে।শেষমেষ একটি শিশুর প্রাণ কেড়ে নিল।
বাগেরহাট মডেল থানার ভারপ্তাপ্ত কর্মকর্তা (ওসি) কেএম আজিজুল ইসলাম জানান, পুলিশ ঘটনাস্থল পরির্দশন করেছে। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। তদন্ত র্পূবক পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET