অসুস্থ্ ও প্রয়াত ১০ সংবাদকর্মীর হাতে তুলে দেওয়া হয়েছে সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ১১ লাখ টাকা। মঙ্গলবার দুপুরে বাগেরহাট প্রেস ক্লাব মিলনায়তনে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের যুগ্ম সচিব এসএম মাহফুজুল হক অনুদানপ্রাপ্ত সাংবাদিকদের হাতে এই চেক তুলে দেন।
কল্যাণ ট্রাস্টের অনুদান পেয়েছেন, দৈনিক সংবাদের প্রয়াত প্রতিনিধি মরহুম মুজিবুর রহমান, এশিয়ান বানীর প্রয়াত প্রতিনিধি এস এম জাকারিয়া মাহামুদ, বাগেরহাট প্রেসক্লাবের সভাপতি ও বিটিভির জেলা প্রতিনিধি নীহার রঞ্জন সাহা, বাগেরহাট প্রেসক্লাবের সাবেক সভাপতি ও ডেইলি ইন্ডিপেনডেন্টের জেলা প্রতিনিধি মোজাফ্ফর হোসেন, ইন্ডিপেনডেন্ট টিভির প্রতিনিধি অলীপ কুমার ঘটক, পিটিবিনিউজ.কমের শরণখোলা প্রতিনিধি সান্তানুর রহমান, বাগেরহাট প্রেসক্লাবের সাবেক সভাপতি আহাদ উদ্দিন হায়দার, দৈনিক যুগান্তরের জেলা প্রতিনিধি শেখ শওকত আলী, দৈনিক সমকালের মোংলা প্রতিনিধি মনিরুল হায়দার ইকবাল ও দৈনিক পূর্বাঞ্চল পত্রিকার ষ্টাফ রিপোর্টার সাহেব আলী।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাগেরহাট জেলা তথ্য অফিসের উপ-পরিচালক মো: মেহেদী হাসান, বাগেরহাট প্রেসক্লাবের সভাপতি নীহার রঞ্জন সাহা, সাধারণ সম্পাদক আব্দুল বাকি তালুকদার, সাবেক সভাপতি এবিএম মোশাররফ হুসাইন, শেখ আহসানুল করিম, আহাদ উদ্দিন হায়দারসহ বাগেরহাটে কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
Please follow and like us: