বাগেরহাট জেলা বিএনপির চলমান রাজনৈতিক কার্যক্রম সমন্বয়ের জন্য সমন্বয়কের দায়িত্ব পেয়েছেন এম এ সালাম। রবিবার (১০ ডিসেম্বর) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব এডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়। প্রেস বিজ্ঞপ্তিতে বাগেরহাট জেলা বিএনপির আহবায়ক ইঞ্জিনিয়ার এটিএম আকরাম হোসেন তালিমের সাথে আলোচনার ভিত্তিতে চলমান রাজনৈতিক কর্মসূচি সমন্বয় সাধনের নির্দেশনা দেওয়া হয়।
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গত ২০১৯ সালের ২১ ডিসেম্বর বাগেরহাট জেলা বিএনপির আহ্বায়ক কমিটি অনুমোদন দেন। জেলা পর্যায়ের নেতাদের মধ্যে প্রকাশ্যে গ্রুপিং ও অন্তর্দ্বন্দ্বের কারণে আন্দোলনে পুরোপুরি ব্যর্থ বাগেরহাট জেলা বিএনপি। কয়েক মাস যাবত তালাবদ্ধ দেখা যায় জেলা বিএনপি অফিস। বর্তমানে পুলিশ আতঙ্কে এলাকাছাড়া রয়েছে বিএনপির সকল পর্যায়ের নেতা কর্মীরা।
জেলা বিএনপির নেতাদের সাথে কথা বলে জানা গেছে, সরকার পতন আন্দোলনে ব্যর্থ হওয়ায় বিএনপি নির্বাহী কমিটি সমন্বয়কের দায়িত্ব দিতে বাধ্য হয়েছে। আবার বিষয়টি আন্দোলন বেগবান করার কৌশল হিসেবেও দেখছেন অনেকে। বিএনপির এমন সিদ্ধান্তকে সময়োপযোগী বলেছে সবাই। এম এ সালাম বাগেরহাট জেলা বিএনপির সাবেক সভাপতি ও বর্তমান জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য।
Please follow and like us: