বাগেরহাট জেলা যুবদলের সাবেক সভাপতি মোল্লাহাট উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান শিকদার হারুন আল রশিদ সহ বিএনপি ও অঙ্গ সংগঠনের ১৩ নেতা কর্মীকে নাশকতার মামলায় কারাগারে প্রেরণের আদেশ দিয়েছেন আদালত। সোমবার (১৮ মার্চ) দুপুরে বিএনপি নেতা কর্মীরা আদালতে উপস্থিত হয়ে জামিনের প্রার্থনা করলে চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ ওসমান গনির আদালত এই আদেশ প্রদান করেন।
হারুন আল রশিদ ছাড়াও আদালত যাদেরকে কারাগারে প্রেরণের নির্দেশ দিয়েছেন তারা হলেন, আসলাম মোল্লা, রিপন শেখ ওরফে ফোরকান , শরিফুজ্জামান শিমুল, মুরাদ হোসেন চৌধুরী, মাইনুল শরীফ, হাসান শেখ, রুবেল মোল্লা, আত্তাব শেখ, কামরুল শিকদার, জিয়া শেখ, জিয়াউর রহমান ও রিয়াজুল ইসলাম।
আসামি পক্ষের আইনজীবী মোঃ মোস্তফা কামাল মাসুম বলেন, মোল্লাহাট থানার একটি নাশকতা মামলায় বাগেরহাট জেলা যুবদলের সাবেক সভাপতি সিকদার হারুন আল রশিদ সহ ১৩ জন চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে জামিনের আবেদন করলে। আদালত শুনানি শেষে জামিন না মঞ্জুর করে কারাগারে প্রেরণের নির্দেশ দিয়েছেন। দ্রুত উচ্চ আদালতে বিএনপি নেতাকর্মীদের জামিনের প্রার্থনা করা হবে।
উল্লেখ্য ২৩ সালের ৩১ অক্টোবর মোল্লাহাট থানার এসআই মোঃ অলিউর রহমান বাদী হয়ে ৩৬ জনকে এজাহারভুক্ত এবং আরো ২০/২৫ জনকে অজ্ঞাতনামা আসামী করে মোল্লাহাট থানায় একটি নাশকতার মামলা দায়ের করে। ওই মামলায় আসামিগণ মহামান্য হাইকোর্টে জামিনের আবেদন করলে মহামান্য হাইকোর্ট তাদেরকে ৬ সপ্তাহের জামিন মঞ্জুর করেন। মেয়াদ শেষ হলে আজ তারা বাগেরহাট চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে উপস্থিত হয়ে জামিনের প্রার্থনা করেন।
Please follow and like us: