বাগেরহাট জেলা যুবদলের সহ সমন্বয়ক এ্যাডভোকেট সাজ্জাদ হোসেনের পিতা সরদার আব্দুর রশিদ (২২ মে) বুধবার দুপুরে বাগেরহাট সদর হাসপাতালে ইন্তেকাল করেন, ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত কালে তার বয়স হয়েছিল ৮৮ বছর। তিনি দীর্ঘদিন যাবত ফুসফুসে ক্যান্সারে আক্রান্ত ছিলেন। ঐদিন আসর নামাজ বাদ বাগেরহাট সরকারি পিসি কলেজ মাঠে তার জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। জানাযা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে তাকে। জানাজার নামাজে ইমামতি করেন পিসি কলেজ জামে মসজিদের ইমাম মুফতি রহমাতুল্লাহ।
এ সময় উপস্থিত ছিলেন বাগেরহাট আইনজীবী সমিতির সভাপতি ডক্টর এ কে আজাদ ফিরোজ টিপু, সাধারণ সম্পাদক মো. আলতাফ হোসেন, বাগেরহাট জেলা যুবদলের সাবেক সভাপতি ও ষাটগম্বুজ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ফকির তারিকুল ইসলাম, অ্যাডভোকেট মাওলানা আব্দুল ওয়াদুদ, অ্যাডভোকেট মাহাবুব মোরশেদ লালন অ্যাডভোকেট শহিদুল ইসলাম। এছাড়াও আরো উপস্থিত ছিলেন, বাগেরহাট জেলা বিএনপির যুগ্ম আহবায়ক শমসের আলী মোহন, জেলা বিএনপির সদস্য সৈয়দ নাসির আহমেদ মালেক, মেহেবুবুল হক কিশোর, পৌর বিএনপি’র আহ্বায়ক এস্কান্দার হোসেন, সদস্য সচিব ওবায়দুল ইসলাম জুয়েল, সদর উপজেলা বিএনপির সদস্য সচিব আবুল কালাম আজাদ বুলু, বিএনপি নেতা নিয়াজ মাহমুদ শৈবাল, জেলা যুবদলের সমন্বয়ক আইয়ুব আলী মোল্লা বাবু, সহ- সমন্বয়ক মনিরুজ্জামান সোহাগ, স্বেচ্ছাসেবক দলের সভাপতি জাহিদুল ইসলাম শান্ত, ছাত্রদলের সভাপতি ইমরান খান সবুজ সহ বিএনপি ও অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং মরহুমের শুভাকাঙ্ক্ষী ও এলাকাবাসী বৃন্দ।
Please follow and like us: