বাগেরহাট জেলা সমবায় ভূমি উন্নয়ন ব্যাংক লিমিটেডের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৬ই মে) বেলা ১১ টায় শহরের আলিয়া মাদ্রাসার রোডের ব্যাংক কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়। সমবায় ভূমি উন্নয়ন ব্যাংক বাগেরহাট জেলার পরিচালক আক্কেল আলী শেখের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের ম্যানেজার শাহানুর রহমান শাহিন। অনুষ্ঠানটি সঞ্চালনার দায়িত্ব পালন করেন বাগেরহাট জেলা সমবায় ভূমি উন্নয়ন ব্যাংক লিমিটেডের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা হাওলাদার আব্দুস সালাম।
বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠানে উপস্থিত নেতৃবৃন্দ তাদের বক্তব্যে বলেন, ১৯৮৪ সালে ভূমি উন্নয়ন ব্যাংক খুলনা থেকে বাগেরহাট জেলায় বিভক্ত হয়। ব্যাংকের ৩ থেকে ৪শ সদস্য ইতিমধ্যে মারা গেছে অথবা ভারতে চলে গেছে। তাদের দলিল রেজিঃ মূলে ব্যাংকের নিকট মর্গেজ রাখা আছে। সেই সমস্ত লোনের সম্পত্তি নিলামে তোলা হবে। ব্যাংকটি বর্তমানে চাকরিজীবীদের লোন দিয়ে আসছে। মাঠ পর্যায়ে ৬০-৭০ লক্ষ টাকা ঋণ বিতরণ রয়েছে। বাংলাদেশ ব্যাংকের নিয়মেই সুদ গ্রহণ করা হচ্ছে। ব্যাংকে স্টাফ সংকট রয়েছে। মাঠ পর্যায়ে তিনজন সেলসম্যান জরুরি দরকার। তিনজন সেলসম্যান নিয়োগ দেওয়া সহ নতুন ঋণের আবেদন গ্রহণ করার জন্য প্রধানমন্ত্রীর নিকট আহ্বান জানান তারা।
এ সময় আরো উপস্থিত ছিলেন, সোশ্যাল ইসলামী ব্যাংক বাগেরহাট জেলা শাখার ম্যানেজার মাহমুদ হোসাইন, মিডল্যান্ড ব্যাংক চাকশ্রী বাজার এজেন্ট শাখার স্বত্বাধিকারী মোহাম্মদ মিরানুজ্জামান, সমবায় ভূমি উন্নয়ন ব্যাংকের পরিচালক যতীন্দ্রনাথ বসু, শ্যামল অধিকারী, আল হেলাল শিকারি সহ ব্যাংকের গ্রাহক কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।
Please follow and like us: