রাজশাহীর বাঘায় ৩০০ বোতল ভারতীয় ফেনসিডিল-সহ মোঃ আসাদুল ইসলাম (৪২), নামের এক মাদক কারবারীকে গ্রেফতার করেছে র্যাব। এ সময় তার বসতবাড়ি থেকে ৩০০ বোতল ভারতীয় ফেনসিডিল উদ্ধার করা হয়েছে।
শনিবার (১৬ নভেম্বর) দিনগত রাত ১টায় বাঘা থানাধীন আড়পাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার মাদক কারবারী মোঃ আসাদুল ইসলাম (৪২), সে বাঘা থানার আড়পাড়া গ্রামের মৃত আকছেদ আলীর ছেলে।
রবিবার র্যাব-৫, রাজশাহী মোল্লাপাড়া ক্যাম্পের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।
র্যাব জানায়, শনিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে জানতে জানা যায়, বাঘা থানার আড়পাড়া গ্রাম মাদক কারবারী আসাদুল ইসলাম নিজ বসতবাড়িতে আমদানী নিষিদ্ধ ভারতীয় ফেনসিডিল মজুদ রেখেছে। এমন তথ্যের ভিত্তিতে বর্ণীত বসতবাড়ী তল্লাশী করে বসতবাড়ীর ভিতরে পানির ট্যাংকির নীচে অভিনব কায়দায় লুকানো অবস্থায় ৩০০ বোতল ভারতীয় ফেনসিডিল উদ্ধার করা হয়। গ্রেফতার আসাদুল ইসলাম ওই চিহ্নিত এলাকার মাদক কারবারী। সে নিজ পেশার আড়ালে দীর্ঘদিন যাবত ফেনসিডিলসহ বিভিন্ন মাদকদ্রব্য সীমান্তবর্তী স্থান থেকে সংগ্রহ করে রাজশাহী-সহ বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিল।
এ ব্যপারে গ্রেফতার মাদক কারবারীর বিরুদ্ধে বাঘা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
রবিবার সকালে সংশ্লিষ্ট থানার মাধ্যমে মাদক কারবারীকে আদালতে সোপর্দ করা হয়েছে।