
নাজিম হাসান,রাজশাহী প্রতিনিধি:- রাজশাহীর বাঘা উপজেলার আলাইপুর হাজামপাড়া মোড়ে একটি মুদি দোকান অগ্নিকাণ্ডে ভস্মিভূত হয়েছে। গতকাল সোমবার রাত দেড়টার দিকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। অগ্নিকাণ্ডে টিভি, ফ্রিজ, মালামালসহ দুই লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে। দোকান মালিক জালোম মন্ডল উপজেলার আলাইপুর গ্রামের গফুর মন্ডলের ছেলে। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছে স্থানীয়রা। জানা যায়, গত সোমবার রাত ১০ টার দিকে দোকান বন্ধ করে বাড়িতে চলে যায়। পরে রাত দেড়টার দিকে ফোনে জানতে পারে তার দোকানে আগুন লেগেছে। তিনি দোকানে আসার আগেই সমস্ত মালামাল পুড়ে যায়। স্থানীয়রা ও ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রনে আনে। দোকান মালিক জালম মন্ডল টগু জানান, গত সোমবার রাত ১০ টায় তার দোকান বন্ধ করে বাড়িতে চলে যান। এরপর রাত দেড়টার সময় ফোনে জানতে পারেন তার দোকানে আগুন লেগেছে। তিনি দোকানে এসে দেখেন দোকান পুড়ে শেষ পর্যায়। স্থানীয়রা ফায়ার সার্ভিসে খবর দিয়ে প্রায় শতাধিক লোক ওই আগুন নেভানোর চেষ্টা করছেন। এক পর্যায়ে আগুন নিয়ন্ত্রণে আসলেও সমস্ত দোকান পুড়ে ছাই হয়ে গেছে। আগুন নিয়ন্ত্রণে এলে ফায়ার সার্ভিসে ফোন করে তাদের আসতে নিষেধ করা হয়ছে বলে জানান তিনি। তিনি আরো জানান, গত চার মাস পূর্বে বিভিন্ন সমিতি থেকে দুই লক্ষ টাকা লোন নিয়ে আলাইপুর হাজামপাড়া মোড়ে এই দোকান করেছেন। দোকনে বেচা-কেনা করে ওই লোনের টাকা পরিশোধ করবেন আশা করেছিলেন তিনি। কিন্তু তার সে সকল আশা আজ বড় একটি ঋণের বোঝা হয়ে চাপলো তার ঘাড়ে