আয়েশা আহমেদ লিজা- ব্রাহ্মণবাড়িয়া জেলা বাঞ্ছারামপুর উপজেলা অডিটোরিয়াম রোমে আজ বুধবার উপজেলার ৬টি ইউনিয়নের চেয়ারম্যানদের বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয় । উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ দিদারুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ নুরুল ইসলাম। বিদায়ী চেয়ারম্যানদের মধ্যে বক্তব্য রাখেন আবদুল গনি তালুকদার,মোঃ রোস্তম আলম, জালু মাস্টার,ফাইজুর রহমান চেয়ারম্যান । উপজেলা ভাইস চেয়ারম্যান মিন্টু রঞ্চন সাহা ,মহিলা ভাইস চেয়ারম্যান জলী আমির,উপজেলা প্রকৌশলী এবিএম খোরশেদ আলম, বাঞ্ছারামপুর মডেল থানার অফিসার ইনচার্জ অংশু কুমার দেব,বাঞ্ছারামপুর প্রেস ক্লাবের সভাপতি এম এ আউয়ালসহ বিভিন্ন অফিসের কর্মকর্তারা এসময় উপস্থিত ছিলেন । পরে প্রধান অতিথি চেয়ারম্যানদের হাতে ক্রেষ্ট তুলে দেন ।