মুফিজুর রহমান নাহিদ সিলেট প্রতিবেদকঃ
শ্রেষ্ট অাদর্শ কৃষক সম্মাননা ও শ্রেষ্ট করদাতা সম্মাননা পুরস্কার প্রদানের ঘোষণা দিয়ে সিলেট জেলার কানাইঘাট উপজেলার ৭ নং দক্ষিণ বাণিগ্রাম ইউনিয়ন পরিষদের ১ কোটি ৭৯ লক্ষ টাকার বাজেট ঘোষণা করেছেন ইউপি চেয়ারম্যান মাসুদ অাহমদ।
গত কাল রোজ মঙ্গলবার বিকেলে ইউনিয়ন পরিষদ মিলনায়তনে ২০১৭-২০১৮ সালের উন্মুক্ত বাজেট পেশ করেন পরিষদের চেয়ারম্যান জনাব,মাসুদ অাহমদ। বাজেট পেশ উপলক্ষে অালোচনা সভায় চেয়ারম্যান মাসুদ অাহমদের সভাপতিত্বে ও ছাত্রলীগ নেতা ডালিম অাজাদের পরিচালনায় অনুষ্টানে প্রধান অতিথি ছিলেন কানাইঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান জনাব, অাশিক উদ্দিন চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন কানাইঘাট উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জনাবা, মরিয়ম বেগম, জনাব,জাহাঙ্গীর অালম রানা, উপজেলা মেডিকেল অফিসার জনাব,অাতাউর রহমান, কৃষি উপ সহকারী কর্মকর্তা শহিদ অাহমদ, বাণিগ্রাম ইউনিয়ন অাওয়ামীলীগ সভাপতি সিরাজ উদ্দিন মাস্টার, বড়দেশ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুর উদ্দিন। শুরুতে কোরঅান তেলাওয়াত করেন ১ নং ওয়ার্ড সদস্য এখলাছুর রহমান, স্বাগত বক্তব্য রাখেন ৯ নং ওয়ার্ড সদস্য এবাদুর রহমান। বক্তব্য রাখেন কানাইঘাট থানার এস অাই অজিত, কানাইঘাট উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক অাবু জর,সাংবাদিক মুফিজুর রহমান নাহিদ, সদস্য সচিব মো: অাব্দুল্লাহ। অনুষ্টানে বিভিন্ন এনজিও সংস্থার সদস্যবৃন্দ, কমিউনিটি ক্লিনিকের সদস্যবৃন্দ মসজিদের ইমামবৃন্দ সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা বলেন, সরকার জনগণের দোঁড়গোড়ায় সেবা নিয়ে অাসার জন্যই এই উন্মুক্ত বাজেট পেশ। বাজেট হচ্ছে জনগণের জন্য, জনগণ যদি সঠিকমতো তার কর অাদায় করে তবে একটি ইউনিয়ন স্বাবলম্বী হতে বেশি সময় লাগে না। বক্তারা প্রত্যেককে নিয়মিত কর অাদায় করার জন্য অাহ্বান জানান।