
রিমন পালিত: বান্দরবান প্রতিনিধি :
বান্দরবানে উন্নত মানের জিংক ধানের বৈশিষ্ট ও উপকারিতা নিয়ে কৃষকদের মাঝে প্রশিক্ষন কর্মসুচি অনুষ্টিত হয়েছে। সকালে হারভেষ্ট প্লু সহযোগীতায় প্রকাশ গন উন্নয়ন কেন্দ্রের বাস্তবায়নে বান্দরবানে রাজবিলা ইউনিয়ন পরিষদ কার্যালয় মাঠ প্রঙ্গনে এই কৃষক প্রশিক্ষনটি অনুষ্টিত হয় । প্রকাশ গন উন্নয়ন কেন্দ্রের নির্বাহী পরিচালক আ:শ:ম: আমানুল হাসান তাইমুর সভাপতিত্বে অনুষ্টানে প্রধান অতিথি হিসাবে উপস্থিথ ছিলেন বান্দরবানে জেলা কৃষি কর্মকর্তা আককাস আহম্মদ,এই সময় অনান্যের মধ্যে আরো অতিথি হিসাবে উপস্থিথ ছিলেন প্রকাশ গন উন্নয়ন কেন্দ্রের বান্দরবান প্রোগ্রাম পরিচালক জসাই -উ – মারমা সহ আরো অনেকে। অতিথিরা বলেন আমরা মাছে ভাতে বাঙ্গালি , আর গ্রাম বাংলার প্রতিটি মাঠে চাষাবাদ হয় এই ধান । বর্তমানে যুগ পাল্টাচ্ছে আর তৈরি হচ্ছে নানা রকম প্রযুক্তি । সময়ের সাথে তাল মিলিয়ে তাই কৃষদেরও এগিয়ে যেতে হবে কৃষি প্রযুক্তিতে । উন্নত মানের ধান চাষাবাদের মাধ্যেমে তাদের ও জীবন যাএার মান পাল্টাতে হবে ,যাতে স্বল্প সময়ে ,কম খরচে , অধিক ফসল পাওয়া যায় আর তার জন্য জিংক প্রজাতির ধানটি অনান্য ধানের চেয়ে আলাদা , এর গুনাগত মান ভাল হওয়ার কারনে কৃষরা এই জিংক প্রজাতির ধান চাষে আগ্রহী হয়ে উঠছে । কৃষি কর্মকর্তা আককাস আহম্মদ জানান যে সাধারনত ধানের চেয়ে এই জিংক প্রজাতির ধানে দ্বিগুন ফসল পাওয়া যায় এবং এর রোগ বালায় কম হওয়ার সহজে ফসল ও নষ্ট হয়না । অনুষ্টানে মুক্ত আলোচনার মাধ্যমে কৃষকরা তাদরে সকল সমস্যা তুলে ধরেন এবং সমাধানের উপায় ও জেনে নেন । কৃষকরা আশা করেন আবহাওয়া সুষ্ট থাকলে এই বছর তারা ভাল ফসল পাবেন ।